AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: বাংলাদেশে তৈরি হয়ে গেল নতুন সরকার, প্রধান হিসাবে শপথ নিলেন ইউনুস

Bangladesh: ইউনুসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা বা উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছেন দুই ছাত্রও। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হয়।

Bangladesh: বাংলাদেশে তৈরি হয়ে গেল নতুন সরকার, প্রধান হিসাবে শপথ নিলেন ইউনুস
চলছে শপথ গ্রহণImage Credit: Facebook
| Edited By: | Updated on: Aug 08, 2024 | 9:24 PM
Share

ঢাকা: এক মাসের টানা আন্দোলন, শেষে হাসিনার দেশত্যাগ। তারপরেও যে বাংলাদেশ শান্ত হয়েছিল এমনটা নয়। সেনার হাতে দেশ দেখভালের দায়িত্ব থাকলেও অন্তবর্তী সরকার গঠন নিয়ে চলছিল চাপানউতোর। অবশেষে একদিন আগেই সেনা প্রধান জানিয়ে দেন বৃহস্পতিবারই নতুন অন্তবর্তী সরকার শপথ নেবে। শেষ পর্যন্ত নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে প্রধান করে বৃহস্পতিবার রাত ৯টায় হয়ে গেল শপথ গ্রহণ। 

ইউনুসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা বা উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছেন দুই ছাত্রও। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হয়। নতুন মন্ত্রিসভায় রয়েছেন, সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান। রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা। রয়েছেন ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুকী আযম। 

এর মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁদের কাঁধে উঠেছে নতুন দায়িত্ব। বাংলাদেশের সময় রাত ৯টা ২০ মিনিটে শপথ নেন ইউনুস। ইউনুসের সঙ্গে মন্ত্রিসভার এদিন ১৪ জন শপথ গ্রহণ করেন। বাকিরা ঢাকার বাইরে থাকায় তাঁদের শপথ গ্রহণ সম্ভব হয়নি।