মারা গেলেন পর্নতারকা লিওনি

Adult Star Death: নীল ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংও করতেন। সোফিয়ার মডেলিং এজেন্সির তরফে জানানো হয়েছে, এটা আত্মহত্যা নয়। পুলিশ তদন্ত করছে। অনুমান করা হচ্ছে, বাড়িতে কেউ জোর করে ঢুকে খুন করেছে পর্ন তারকাকে।

মারা গেলেন পর্নতারকা লিওনি
সোফিয়া লিওনি।Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Mar 10, 2024 | 11:56 AM

লস অ্যাঞ্জেলস: নীল ছবিতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। টাকারও কোনও অভাব ছিল না। হঠাৎ ফ্ল্যাট থেকে উদ্ধার হল পর্ন তারকার নিথর দেহ। সোফিয়া লিওনি নামক বছর ছাব্বিশের পর্নতারকার দেহ উদ্ধার হল। শনিবার তাঁর সৎ বাবা মাইক রোমেরো এই খবর জানান।

পর্ন তারকার পরিবারের তরফে জানানো হয়েছে, গত ১ মার্চ আমেরিকায় ফ্ল্য়াট থেকে সোফিয়া লিওনির নিথর দেহ উদ্ধার হয়। দীর্ঘ ডাকাডাকির পরও সাড়া না মেলায়, দরজা ভাঙা হয়। ঘরের ভিতর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। তবে কীভাবে ওই পর্নতারকার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবার কিছু জানায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নীল ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংও করতেন। সোফিয়ার মডেলিং এজেন্সির তরফে জানানো হয়েছে, এটা আত্মহত্যা নয়। পুলিশ তদন্ত করছে। অনুমান করা হচ্ছে, বাড়িতে কেউ জোর করে ঢুকে খুন করেছে পর্ন তারকাকে।

প্রসঙ্গত, মিয়ামির বাসিন্দা সোফিয়া মাত্র ১৮ বছর বয়সে নীল ছবির জগতে পা রাখে। অল্প কয়েকদিনের মধ্যেই বিপুল জনপ্রিয়তাও অর্জন করে। তাঁর সম্পত্তির আনুমানিক পরিমাণ ১ মিলিয়ন ডলার।

সোফিয়াই প্রথম নয়, চলতি বছরেই আরও তিন পর্ন তারকার মৃত্যু হয়েছে। ক্যাগনি লিন কার্টার, জেসি জেন ও থাইনা ফিল্ডস নামক তিন পর্ন তারকারও মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে। এদের কারোরই মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।