ঘরে ঢুকে সাংবাদিককে খুন, একের পর এক যুবক ‘উধাও’! বালুচিস্তানে ‘নোংরা খেলা’ খেলছে পাকিস্তান
Pakistan-Balochistan: অপহৃত যুবকদের সকলেই বয়স ১৭ থেকে ২৪ এর মধ্যে। তাদের দাবি, পাকিস্তানের পুলিশ, সেনা ও আইএসআই অপহরণ করছে যুবকদের।

ইসলামাবাদ: বালোচদের উপরে অত্যাচার শুরু করেছে পাকিস্তান। বালোচিস্তান গর্জে উঠেছে। তারা পাকিস্তানের থেকে স্বাধীনতা দাবি করেছে। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এর মধ্যে এবার বালোচিস্তানের মানুষদের উপরে অত্যাচার শুরু করেছে পাকিস্তান। খুন, অপহরণের পন্থা নিয়েছে তারা।
বালোচিস্তানের বিদ্রোহ, আন্দোলন রুখতে পাকিস্তান ঘৃণ্য পন্থা অবলম্বন করছে। খুন, অপহরণ করা হচ্ছে সাধারণ মানুষদের। সাংবাদিক আব্দুল লতিফকে পরিবারের সামনে খুনের পর এবার ৪ যুবককে অপহরণের তথ্য সামনে আনল বালোচ যাকজেহটি কমিটি।
জানা গিয়েছে, অপহৃত যুবকদের সকলেই বয়স ১৭ থেকে ২৪ এর মধ্যে। তাদের দাবি, পাকিস্তানের পুলিশ, সেনা ও আইএসআই অপহরণ করছে যুবকদের। বালুচিস্তানের আন্দোলনকে প্রশমিত করতেই বেছে বেছে টার্গেট করা হচ্ছে কমবয়সী যুবকদের।
এর আগে শুধুমাত্র খবর করার অপরাধেই বালোচিস্তানের সাংবাদিককে গুলি করে হত্যা করে পাকিস্তান পুলিশ। বালোচিস্তানের মাস্কে সাংবাদিক আব্দুল লতিফকে গুলি করে হত্য়া করা হয়। রাত ৩টের সময় তাঁর বাড়িতে ঢুকে লতিফের ওপর গুলি চালায় পাকিস্তান পুলিশ। সেই সময় পরিবারের সঙ্গে ঘরে ঘুমোচ্ছিলেন আব্দুল লতিফ।
গত ২৮ ফেব্রুয়ারি লতিফের পরিবারের অন্য ৮ সদস্যকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেনা ক্যাম্পে। সেখানে লতিফের পরিবারের সেই ৮জনকে হত্যা করা হয়, যার মধ্যে ছিলেন লতিফের ছেলে সইফও। এবার বাড়িতে ঢুকে খুন করা হল লতিফকেও।
সাংবাদিক খুন, বালোচিস্তানের যুবকদের অপহরণ-খুনের মতো ঘটনায় প্রশ্ন উঠছে, বালোচদের আন্দোলনকে ভয় পেয়েই কি এমন চরম পথে হাঁটছে পাকিস্তান? এভাবে তারা কতদিন আন্দোলন দমিয়ে রাখতে পারবে?

