আর পাকিস্তানকে সমর্থন নয়, ভারত সত্যিটা তুলে ধরতেই অবস্থান বদল কলোম্বিয়ার

India-Pakistan: কলোম্বিয়া অপারেশন সিঁদুরে পাকিস্তানে নিহত জঙ্গিদের জন্য দুঃখপ্রকাশ করেছিল। পরে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে ভারতের প্রতিনিধিদল পহেলগাঁও জঙ্গি হামলা এবং তার পিছনে পাকিস্তানের যোগ- গোটা বিষয়টি ব্যাখ্যা করেন।

আর পাকিস্তানকে সমর্থন নয়, ভারত সত্যিটা তুলে ধরতেই অবস্থান বদল কলোম্বিয়ার
কলোম্বিয়ায় ভারতের প্রতিনিধি দল।Image Credit source: X

|

May 31, 2025 | 1:58 PM

নয়া দিল্লি: অপারেশন সিঁদুরে পাকিস্তানে জঙ্গি ও সেনার যে মৃত্যু হয়েছে, তা নিয়ে দুঃখ প্রকাশ করেছিল কলোম্বিয়া।তা নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ভারত। এবার রাতারাতি অবস্থান বদল করল দক্ষিণ আমেরিকার এই দেশ। পাকিস্তানের প্রতি শোকপ্রকাশ থেকে অবস্থান বদলে এবার তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকেই সমর্থন করতে চলেছে কলোম্বিয়া।

অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে বিভিন্ন দেশে যাচ্ছে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। ভারতকে নকল করে পাকিস্তানও তাদের প্রতিনিধি পাঠিয়েছে। কলোম্বিয়া অপারেশন সিঁদুরে পাকিস্তানে নিহত জঙ্গিদের জন্য দুঃখপ্রকাশ করেছিল। তাদের এই মন্তব্যে ভারত আশাহত হয়েছিল।

পরে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে ভারতের প্রতিনিধিদল পহেলগাঁও জঙ্গি হামলা এবং তার পিছনে পাকিস্তানের যোগ- গোটা বিষয়টি ব্যাখ্যা করেন। এরপরই বোধদয় হয় কলোম্বিয়ার। তারা এবার ভারতকেই সমর্থন জানাতে চলেছে।

কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “ওরা (কলোম্বিয়া) তাদের বিবৃতি প্রত্যাহার করেছে এবং আমাদের অবস্থান নিয়ে সমর্থন জানিয়ে বিবৃতি প্রকাশ করবে”। এর আগে শশী থারুর কড়া বার্তা দিয়ে বলেছিলেন যে সন্ত্রাসবাদীদের পাঠায় এবং যারা তাদের সমর্থন করে তাদের মধ্যে কোনও ফারাক নেই। ভারতের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় পাকিস্তানের স্পষ্ট যোগ রয়েছে।

বিজেপি নেতা তথা আমেরিকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুও জানান যে কলোম্বিয়ার ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী ও নেতাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদের পহেলগাঁও জঙ্গি হামলা থেকে গোটা ঘটনাক্রম বর্ণনা করেন।

এরপরই কলোম্বিয়া অবস্থান বদল করেন। সে দেশের উপ-বিদেশমন্ত্রী রোসা ইয়োলান্ডা ভিলাভিসেনসিও বলেন, “আজ আমরা কাশ্মীরে যে ঘটনা ঘটেছিল, সংঘর্ষ ও আসল পরিস্থিতি নিয়ে যে ব্যাখ্যা পেয়েছি, তারপর আমরা আলোচনা চালিয়ে যেতে চাই।”