AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আর্জেন্টিনায় ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল অনেক দূরের চিলিও

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্টে ভূমিকম্পের মাত্রা ৬.৪ হলেও জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের দাবি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।

আর্জেন্টিনায় ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল অনেক দূরের চিলিও
ছবি- টুইটার
| Updated on: Jan 19, 2021 | 1:27 PM
Share

সান জুয়ান: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা (Argentina)। সোমবার রাতেই পশ্চিম-মধ্য প্রদেশের সান জুয়ান এলাকায় ৬.৪ ম্যাগনেটিউডের জোরালো কম্পন অনুভূত হয়। সারা দেশেই তারপর একাধিক আফটার শক দেখা যায়। প্রথম কম্পনের ২০ মিনিট পরে ২৭ কিলোমিটার দূরে নুয়েভে দে জুলিওতে ৫ ম্যাগনেটিউডের কম্পন অনুভূত হয়। এরপরও একাধিকবার ৪.৯ ম্যাগনেটিউড ও ৫.৩ ম্যাগনেটিউডের আফটার শক হয়।

Argentina

সৌজন্যে: ইউএসজিএস

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্টে ভূমিকম্পের মাত্রা ৬.৪ হলেও জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের দাবি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে এত বড় ভূমিকম্পের পরেও এখনও সুনামি সতর্কতা জারি হয়নি। সান জুয়ানের গভর্নর সান জুয়ানের জনতাকে ভূমিকম্পের পর ধৈর্য না হারাতে আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: গরিব দেশ পাচ্ছে না ভ্যাকসিন, নৈতিক ব্যর্থতার দিকে এগোচ্ছে বিশ্ব: হু প্রধান

ভূমিকম্প অনুভূত হয়েছে ৩০০ কিলোমিটার দূরে চিলির রাজধানী সান্তিয়াগোতেও । যদিও চিলি প্রশাসন জানিয়েছে, সে দেশে ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি।