AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুলওয়ামা হামলার ‘মাস্টার মাইন্ড’ মাসুদের নামে জারি হল গ্রেফতারি পরোয়ানা

ভারতে একাধিক জঙ্গি হামলার পিছনে মাসুদই 'মাস্টার মাইন্ড।' সংসদ হামলা, মুম্বই হামলা ও পুলওয়ামা হামলায় অভিযুক্ত সে।

পুলওয়ামা হামলার 'মাস্টার মাইন্ড' মাসুদের নামে জারি হল গ্রেফতারি পরোয়ানা
ফাইল চিত্র
| Updated on: Jan 07, 2021 | 8:41 PM
Share

ইসলামাবাদ: একের পর এক আন্তর্জাতিক জঙ্গিকে জেলে ঢোকাচ্ছে পাকিস্তান। এবার জইশ প্রধান মাসুদ আজ়হারের (Masood Azhar) নামে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দিল পাক সন্ত্রাস দমন আদালত। মাসুদ আজ়হারের বিরুদ্ধে গুজরানওয়ালা আদালতে মামলা করেছিল পঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজ়ম ডিপার্টমেন্ট। সেই মামলার ভিত্তিতেই গ্রেফতারি পরোয়ানা জারি হল পাকিস্তানে।

সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগে মাসুদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেছিল সিটিডি। সেই আবেদনে সবুজ সঙ্কেত দিয়েছে আদালত। পুলওয়ামা হামলার পর আন্তর্জাতিক মঞ্চে চাপের মুখে পড়েছিল পাকিস্তান। তারপর থেকেই জইশ দমনে সক্রিয় পঞ্জাব প্রদেশের পুলিস। ইতিমধ্যেই জইশের ৬ শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পঞ্জাব প্রদেশের সিটিডি।

এবার আদালতের নির্দেশে মাসুদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তাকেও আদালতে পেশ করবে সিটিডি। তবে এফটিএফের বৈঠকের পরই ক্রমাগত সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অপরাধে জঙ্গিদের জেলে ঢোকাচ্ছে পাকিস্তান। কয়েক দিন আগেই ২৬/১১ মুম্বই হামলার ‘মাস্টার মাইন্ড’ লকভিকে একই মামলায় গ্রেফতার করেছে পুলিস।

আরও পড়ুন: মার্কিন ক্যাপিটলে বিক্ষোভকারীর হাতে ভারতীয় পতাকা! নিন্দায় সরব নেট দুনিয়া

এফএটিএফের ২৭ টি অ্যাকশন প্ল্যানের মধ্যে এখনও ছ’টি পূরণ করতে পারেনি পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে, সেই অ্যাকশন প্ল্যানগুলিকে সক্রিয় করার জন্যই সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া ব্যক্তিদের গ্রেফতার করছে পাকিস্তান। ভারতে একাধিক জঙ্গি হামলার পিছনে মাসুদই ‘মাস্টার মাইন্ড।’ সংসদ হামলা, মুম্বই হামলা ও পুলওয়ামা হামলায় অভিযুক্ত সে।