ফ্লাইং র‌্যাডার সিস্টেমই ধ্বংস করে দিল ভারত, আকাশের কানাগলিতে ‘খাবি’ খাচ্ছে পাকিস্তান

India-Pakistan Tension: এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (AWACS) হল পাকিস্তানের ফ্লাইং র‌্য়াডার সিস্টেম। এই র‌্যাডার কয়েকশো কিলোমিটার দূরে থাকা বিমান বা এয়ারক্রাফ্টকেও ট্র্যাক করে ফেলে।

ফ্লাইং র‌্যাডার সিস্টেমই ধ্বংস করে দিল ভারত, আকাশের কানাগলিতে খাবি খাচ্ছে পাকিস্তান
ধ্বংস করে নামানো হল পাকিস্তানের যুদ্ধবিমান।Image Credit source: X

|

May 09, 2025 | 7:44 PM

নয়া দিল্লি: ভারতে হামলা করার দুঃসাহস দেখিয়েছে পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। পাকিস্তানের কোমর ভেঙে দিল ভারত। ধ্বংস করে দেওয়া হল পাকিস্তানের ফ্লাইং র‌্যাডার সিস্টেম। পঞ্জাব প্রদেশে এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে।

এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (AWACS) হল পাকিস্তানের ফ্লাইং র‌্য়াডার সিস্টেম। এই র‌্যাডার কয়েকশো কিলোমিটার দূরে থাকা বিমান বা এয়ারক্রাফ্টকেও ট্র্যাক করে ফেলে। আজ পাকিস্তান হামলা চালাতেই, প্রত্য়াঘাতে পাকিস্তানের ফ্লাইং র‌্যাডার ধ্বংস করেছে ভারত।

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঢুকে এই র‌্যাডার ধ্বংস করেছে ভারত। এরফলে পাকিস্তান এখন দিশেহারা। আকাশপথে ভারত হামলা চালালেও, তা বুঝতে পারবে না পাকিস্তান। তাদের কাছে প্রতিরোধের ক্ষমতাই নেই।

প্রসঙ্গত, পাকিস্তানের কাছে তিনটে এই ধরনের র‌্যাডার ছিল। ভারত ইতিমধ্যেই একটি র‌্যাডার ধ্বংস করে দিয়েছে। আজ বিকেলেও সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের উপর আঘাত করা হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে সেই সিস্টেম।