করোনা হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪৪

মূলত অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণের জেরেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান উদ্ধারকারীদের।

করোনা হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪৪
ছবি - টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 10:03 AM

নাসারিয়া: এক করোনায় অনেক বিপদ। এ বার করোনা হাসপাতালে আগুল লেগে মৃত্যু কমপক্ষে ৪৪ জনের। আহত ৬৭ জন চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইরাকের নাসারিয়াতে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা। হাসপাতালে আগুন লাগার পর তড়িঘড়ি আপদকালীন বৈঠক করেছেন সে দেশের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধিমি।

বৈঠকের পর প্রধানমন্ত্রী নাসারিয়ার স্বাস্থ্য ও সিভিল সার্ভিস ডিফেন্স ম্যানেজারকে বরখাস্ত ও গ্রেফতার করার সিদ্ধান্ত জানিয়ছেন বলে খবর। হাসপাতালের ম্যানেজারকেও গ্রেফতার করার কথা উল্লেখ রয়েছে প্রধানমন্ত্রীর বিবৃতিতে। যুদ্ধ বিধ্বস্ত ইরাকে ইতিমধ্যেই ১৭ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে করোনা। আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ছাড়িয়েছে। রয়টার্সের সাংবাদিকদের কথা অনুযায়ী, একের পর এক ঝলসে যাওয়া দেহ বের করছেন উদ্ধারকারীরা। সম্পূর্ণ এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছে।

মূলত অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণের জেরেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান উদ্ধারকারীদের। আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন তল্লাশি অভিযান চলছে। এখনও অনেক রোগী করোনা ওয়ার্ডে আটকে আছেন বলে জানাচ্ছেন উদ্ধারকারীরা। এর আগে এপ্রিল মাসেও বাগদাদে অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণের জেরে আগুন লেগেছিল একটি করোনা হাসপাতালে। সেখানে ৮২ জন প্রাণ হারিয়েছিলেন, আহত হয়েছিলেন ১১০ জন।

উল্লেখ্য, ভারতেও করোনা হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটছে। মহারাষ্ট্রের থানের একটি করোনা হাসপাতালে বেশ কয়েকদিন আগে আগুল লেগেছিল। এ ছাড়া নাসিকের জাকির হোসেন হাসপাতালে এপ্রিল মাসে অক্সিজেন লিক হয়ে ভয়ঙ্কর বিপর্যয়ে ২২ জন প্রাণ হারিয়েছিলেন। আরও পড়ুন: মাস্টার শেফ অস্ট্রেলিয়ার ফাইনালে বাঙালির আলুসেদ্ধ-পান্তাভাত