ভারত থেকে ফিরলেই মোটা জরিমানা বা ৫ বছরের জন্য জেলে যেতে হবে অস্ট্রেলিয়ার নাগরিকদের

অস্ট্রেলিয়ার নতুন নিয়ম অনুযায়ী, বিগত ১৪ দিন ভারতে থাকলে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবে না সে দেশের বাসিন্দা ও নাগরিকেরাও। যদি এই নিয়ম অমান্য করা হয়, তবে মোটা অঙ্কের জরিমানা, এমনকি পাঁচ বছরের জেলও হতে পারে বলে ঘোষণা করা হয়েছে।

ভারত থেকে ফিরলেই মোটা জরিমানা বা ৫ বছরের জন্য জেলে যেতে হবে অস্ট্রেলিয়ার নাগরিকদের
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: May 01, 2021 | 12:11 PM

সিডনি: মঙ্গলবারই ভারতের সঙ্গে সরাসরি সংযোগকারী উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়া। এ বার ঘুর পথে আসা যাত্রীদের জন্যও কড়া নিয়ম জারি করল সরকার। বিগত ১৪ দিন ভারতে থাকলে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবে না সে দেশের বাসিন্দা ও নাগরিকেরাও। যদি এই নিয়ম অমান্য করা হয়, তবে মোটা অঙ্কের জরিমানা, এমনকি পাঁচ বছরের জেলও হতে পারে বলে ঘোষণা করা হয়েছে।

করোনা সংক্রমণের দ্বিতীয়. ঢেউয়ে ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে অন্যান্য দেশেও আগত যাত্রীদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা।  সেই হিসাবেই ইতিমধ্যে, ব্রিটেন, কানাডা, আমেরিকা, দুবাই ভারতের সঙ্গে বিীমান চলাচল আপাতত স্থগিত রখেছে।

করোনাকালে এই প্রথম অস্ট্রেলিয়ার তরফে এইধরনের শাস্তির কথা ঘোষণা করা হল। শুক্রবার অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, “আগামী ৩ মে থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে এবং অস্ট্রেলিয়ার নাগরিকেরা এই নিয়ম ভঙ্গ করলে কড়া শাস্তির সম্মুখীন হতে হবে।” আগামী ১৫ মে-র পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

তবে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন সেখানে বসবাসকারী ভারতীয়রা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন। সূত্র অনুযায়ী, অস্ট্রেলিয়ার এই হঠাৎ সিদ্ধান্তে ভারতে আটকে পড়েছেন নয় হাজারেরও বেশি ভারতীয়।

ভারতে আটকে পড়া  এক অস্ট্রেলীয় চিকিৎসক বলেন, “এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। ভারতের মতো আমেরিকা, ব্রিটেন ও ইউরোপে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাদের ক্ষেত্রে এই নিয়ম জারি না করে কেবল ভারতের উপরই কেন এই নিষেধাজ্ঞা এবং শাস্তির ভয় দেখানো হচ্ছে নাগরিকদের?”

মানবাধিকার সংগঠনগুলির তরফেও জানানো হয়েছে, শাস্তির উপর নজর না দিয়ে সরকারের উচিত কোয়ারেন্টাইন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। অস্ট্রেলিয়ার বাসিন্দাদের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজেদের দেশে ফিরে আসার।

আরও পড়ুন: রাতভর উদ্দাম পার্টিতে ব্যস্ত যুব সমাজ, লকডাউন প্রত্যাহারের আগে বিশেষ গবেষণা ব্রিটেনের