Bangladesh Crisis: চিন্ময়কে আরও ফ্যাসাদে ফেলার ধান্দা! সন্ন্যাসীর জামিন আটকাতে বাংলাদেশি পুলিশ কী করল জানেন?
Bangladesh Crisis: সূত্রের খবর, চিন্ময়ের আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে। শুধু তাই নয়, সন্ন্যাসীর আইনজীবী শুভাশিস শর্মা সহ মোট ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চট্টোগ্রাম থানায় দায়ের হয়েছে অভিযোগ।
ঢাকা: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই নতুন করে ফের উত্তপ্ত বাংলাদেশ। ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। তবে বাংলাদেশের হাইকোর্ট সেই আবেদন খারিজ করে। কিন্তু এখানেও থেমে থাকেননি সে দেশের সরকার। চিন্ময়ের জামিন আটকাতে একাধিক পদক্ষেপ মহম্মদ ইউনূসের পুলিশের।
সূত্রের খবর, চিন্ময়ের আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে। শুধু তাই নয়, সন্ন্যাসীর আইনজীবী শুভাশিস শর্মা সহ মোট ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চট্টোগ্রাম থানায় দায়ের হয়েছে অভিযোগ। এমনকী, মামলা করা হয়েছে দুই হিন্দু সাংবাদিকের বিরুদ্ধে। ওকালত নামায় সই করার অপরাধে রিগান আচার্য্য নামের এই আইনজীবীর মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠে আসছে।
সে দেশের সনাতনী জাগরণ মঞ্চের সংগঠন গৌরাঙ্গ দাসের বক্তব্য, সেখানে আইনজীবীদের বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পরও পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে। উল্লেখ্য, শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। সেই অস্থিরতার মধ্যেই চিন্ময়কৃষ্ণর গ্রেফতারে নতুন করে উত্তপ্ত হয় বাংলাদেশ। এখনও অস্থিরতা কাটেনি। অভিযোগ উঠছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমাগত অত্যাচার চালানো হচ্ছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি-ঘর। এর মধ্যেই চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে এ হেন পদক্ষেপ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড় করায় সময় বলবে।