AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja in Bangladesh: দুর্গাপুজো নিয়ে বড় সিদ্ধান্ত ইউনুস সরকারের, আগে কখনও এমন হয়নি বাংলাদেশে

Durga Puja in Bangladesh: শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন আয়োজকরা। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে পুজো আয়োজকরা বলেন, শান্তিপূর্ণভাবে পুজোর আয়োজন করা নিয়ে তাঁরা আশাবাদী। সেনা ও পুলিশ-প্রশাসনের তরফে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে বলে তাঁরা জানান। পুলিশ জানিয়েছে, নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Durga Puja in Bangladesh: দুর্গাপুজো নিয়ে বড় সিদ্ধান্ত ইউনুস সরকারের, আগে কখনও এমন হয়নি বাংলাদেশে
নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ
| Updated on: Oct 09, 2024 | 4:51 AM
Share

ঢাকা: কোটা সংস্কার ঘিরে আন্দোলন। প্রধানমন্ত্রিত্ব থেকে শেখ হাসিনার পদত্যাগ। তারপর বাংলাদেশ ছেড়ে তাঁর ভারতে পাড়ি দেওয়া। গত কয়েকমাসে ঘটনার ঘনঘটা বাংলাদেশে। হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ উঠে। এই পরিস্থিতিতে দুর্গাপুজো আয়োজনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বাংলাদেশ পুলিশ আশ্বাস দিয়েছে, দুর্গাপুজোকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার দুর্গাপুজোয় সরকারি ছুটি নিয়ে বড় ঘোষণা করল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

দুর্গাপুজো উদযাপনের জন্য এবার অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে বলে জানালেন মহম্মদ ইউনুসের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “দুর্গাপুজোর জন্য বাংলাদেশে সাধারণত একদিন ছুটি দেওয়া হত। এবার তা ২ দিন দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সপ্তাহান্তে আরও ২ দিন ছুটি থাকছে। সবমিলিয়ে দুর্গাপুজো উদযাপনের জন্য ৪ দিন ছুটি পাওয়া যাবে।” বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় ৮ দফা দাবি জানানোর পর এই সিদ্ধান্তের কথা জানাল অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে তিনি বলেন, ৫ অগস্টের পর হামলায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন আয়োজকরা। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে পুজো আয়োজকরা বলেন, শান্তিপূর্ণভাবে পুজোর আয়োজন করা নিয়ে তাঁরা আশাবাদী। সেনা ও পুলিশ-প্রশাসনের তরফে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে বলে তাঁরা জানান। পুলিশ জানিয়েছে, নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গাপুজো উদযাপনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য় এগিয়ে এসেছে রাজনৈতিক দলগুলিও।