AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আত্মবিশ্বাস তুঙ্গে! আন্দোলন করে হাসিনাকে হটিয়েছিল, এবার করে ফেলল ব্যাঙ্ক ডাকাতি

Bangladesh: প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,  দুপুর ২টো নাগাদ কয়েকজন ডাকাত ব্রাঞ্চের ভিতর প্রবেশ করে। সেই সময় ব্যাঙ্কে ১০ থেকে ১২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভিতরে ছিলেন ১২-১৪ জন গ্রাহকও। সকলকেই কার্যত বন্দি বানায় ডাকাত দল।

আত্মবিশ্বাস তুঙ্গে! আন্দোলন করে হাসিনাকে হটিয়েছিল, এবার করে ফেলল ব্যাঙ্ক ডাকাতি
ডাকাতির মুহূর্ত।Image Credit: TV9 বাংলা
| Updated on: Dec 20, 2024 | 2:42 PM
Share

ঢাকা: নৈরাজ্যের চরম সীমায় পৌঁছেছে বাংলাদেশ। ঢাকায় প্রকাশ্যে চলছে সরকারি ব্যাঙ্ক থেকে টাকা লুট। বাংলাদেশের সরকারি ব্যাঙ্ক, রুপালি ব্যাঙ্কের শাখায় দিনে দুপুরে চলল ডাকাতি। খবর পেতেই চারপাশ ঘিরে ধরে র‍্যাব-পুলিশ। দুষ্কৃতীদের সঙ্গে সংঘর্ষও হয় পুলিশের। শেষ আপডেট অনুযায়ী, পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকটিয়া রুপালি ব্যাঙ্কে ডাকাতি হয়।  দুপুর ২টো নাগাদ ডাকাত দল ঢোকে। বন্দুক দেখিয়ে টাকা হাতিয়ে নেয় তারা। এদিকে, ডাকাতির বিষয়টি জানাজানি হতেই এলাকায় মাইকিং করা শুরু হয়। পুলিশ ও র‌্যাব ব্যাঙ্কের শাখা ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,  দুপুর ২টো নাগাদ কয়েকজন ডাকাত ব্রাঞ্চের ভিতর প্রবেশ করে। সেই সময় ব্যাঙ্কে ১০ থেকে ১২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভিতরে ছিলেন ১২-১৪ জন গ্রাহকও। সকলকেই কার্যত বন্দি বানায় ডাকাত দল।

বন্দুক দেখেই ব্রাঞ্চের সেকেন্ড অফিসার তৎক্ষণাত ভল্টের ভিতরে প্রবেশ করে ভল্টের দরজা বন্ধ করে দেন এবং বিল্ডিংয়ের কেয়ারটেকারকে ফোন করেন। কেয়ারটেকার দ্রুত বিল্ডিংয়ের মেইন গেট বন্ধ করে দেয় এবং পুলিশকে ফোন করে।

শেষ খবর অনুযায়ী, পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তারা আবার জুলাই-অগস্টের ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলেই জানা গিয়েছে।