Bangladesh: বেকায়দায় ইউনূস, সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে করতেই হল পদক্ষেপ

Bangladesh Unrest: বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সাংবাদিক বৈঠক করে জানান, গত ৫ অগস্ট থেকে ২২ অক্টোবরের মধ্যে সংখ্যালঘুদের নিশানা করে যে হিংসার ঘটনা ঘটেছে, তাতে মোট ৮৮টি মামলায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Bangladesh: বেকায়দায় ইউনূস, সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে করতেই হল পদক্ষেপ
বাংলাদেশ পুলিশ।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 11, 2024 | 7:04 AM

ঢাকা: নির্বিচারে অত্যাচার-হিংসা চলছে সংখ্যালঘুদের উপরে। দেখেও যেন দেখছিল না মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারত সহ একাধিক দেশ এই অত্যাচারের প্রতিবাদ করতেই নড়েচড়ে বসল ইউনূস সরকার। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরদিনই বাংলাদেশ জানাল, সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যেই ৮৮টি মামলা করা হয়েছে। ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সাংবাদিক বৈঠক করে জানান, গত ৫ অগস্ট থেকে ২২ অক্টোবরের মধ্যে সংখ্যালঘুদের নিশানা করে যে হিংসার ঘটনা ঘটেছে, তাতে মোট ৮৮টি মামলায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পরে ঘটা হিংসার ঘটনাগুলিতেও মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে। অভিযোগ পেলে আরও মামলা করা হবে বলেই তিনি আশ্বাস দেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, সুনামগঞ্জে একটি ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায় চট্টগ্রাম, ঢাকার তুরাগ ও নরসিংদীতে ঘটনা ঘটেছে। সেগুলির প্রতিটির তথ্য সাংবাদিকদের দেওয়া হবে। তিনি আরও বলেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কাছ পাওয়া তথ্য অনুযায়ী ৬২টি মামলা দায়ের করা হয়েছে। ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুজো মণ্ডপ ও উপাসনাস্থলে হিংসার ঘটনায় ২৬টি মামলা দায়ের হয়েছে। ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।”

বাংলাদেশে যাঁরা এ ধরনের ন্যক্কারজনক কাজে জড়িত, তাঁদের সবাইকে গ্রেফতার করা হবে বলেই জানান তিনি। ধৃতদের পরিচয় সম্পর্কে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “যাঁকে সন্দেহ করা হচ্ছে, যাঁর বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁকেই গ্রেফতার করা হচ্ছে। যে ৮৮টি মামলার কথা বলা হল, যদিও সংখ্যালঘুদের উপরে হিংসা সংক্রান্ত মামলা, অনেকগুলি ঘটনার ক্ষেত্রেই দেখা গিয়েছে, তিনি হয়তো ক্ষমতাসীন দলের সদস্য ছিলেন, তাঁকে আক্রমণ করা হয়েছে। এটাকে কীভাবে নেবেন? হিংসার ঘটনাগুলিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”