Bangladesh: তলে তলে চলছিল সবটা, সুযোগ পেতেই পদত্যাগ করে নতুন ‘খেলা’ শুরু ইউনূসের উপদেষ্টার
Bangladesh: জানা যাচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। আর এ কারণে তিনি পদত্যাগ করেছেন।

বাংলাদেশ: রটেছিল তিনি যোগ দিতে পারেন নতুন দলে। সেই জল্পনাই এবার সত্যি করলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদে থাকা মহম্মদ নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। জানা যাচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। আর এ কারণে তিনি পদত্যাগ করেছেন।
এর আগে মহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেই সময়ই নাহিদের পদত্যাগের বিষয়ে জল্পনা ছড়িয়ে পড়েছিল। তখন যদিও তিনি বলেছিলেন, “এখনো পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব।” তবে মঙ্গলবার পদত্যাগ করেছেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করে নাহিদ ইসলাম। পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপর ৮ অগস্ট ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম।
নিজের পদত্যাগ পত্রে নাহিদ লিখেছেন, “বৈষম্যহীন,ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আমাকে সুযোগদানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। গত ৮ অগস্ট শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি।”





