Bangladesh: ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেল? ঢাকায় ঢুকছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র!
Bangladesh: লন্ডন সফর থেকে ফিরে আসার পর থেকেই বাংলাদেশের জামাত-ই-ইসলামি এবং এনসিপির মতো দলগুলি মহম্মদ ইউনূসের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। তাদের অভিযোগ, ইউনূস বিএনপির কথামতো নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকা: ইউনূসের গদি আর ক’দিনের। বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে ফের পালাবদলের। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ চালাচ্ছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে সেই সরকারের স্থায়িত্ব আর বেশিদিন নয়। বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে এবার। আর তার আগেই বাংলাদেশে ঘটতে চলেছে বড় কিছু। ১৭ বছর পর এক বিশেষ ব্যক্তি পা রাখতে চলেছেন বাংলাদেশে। কে তিনি?
শোনা যাচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাংলাদেশে ফিরে আসতে পারেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। আগামী জুলাই মাসেই দেশে ফিরতে পারেন খালেদা-পুত্র। ১৭ বছর পর তিনি বাংলাদেশে ফিরতে পারেন। ওপার বাংলায় জোর জল্পনা, ইউনূসকে সরিয়ে এবার বাংলাদেশের গদিতে বসতে চলেছেন তারেক রহমান।
গত ১৩ জুন লন্ডনে মহম্মদ ইউনূস দেখা করেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। এরপরই মহম্মদ ইউনূস বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসেন। ২০২৬ সালের এপ্রিল মাসে নির্বাচনের কথা বলেছিলেন তিনি। বিএনপি দাবি জানিয়েছিল, চলতি বছরের ডিসেম্বর মাসে নির্বাচন হোক। ইউনূস-তারেক রহমানের সাক্ষাতের পরই সুর নরম করে ইউনূস জানান যে রমজানের আগেও নির্বাচন হতে পারে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেও নির্বাচন হতে পারে।
এদিকে, ইউনূসের সঙ্গে সাক্ষাতের পরই শোনা যাচ্ছে বাংলাদেশে ফিরে আসতে পারেন খালেদা জিয়া ও জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। ২০০৮ সালে শেখ হাসিনার আওয়ামী লিগ সরকার ক্ষমতায় আসতেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তারেক রহমান। হাসিনা সরকার সেই সময় তারিকের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা করেছিল। শাস্তি থেকে বাঁচতেই তারেক দেশ ছাড়েন।
হাসিনা সরকারের পতনের পর একে একে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলি খারিজ করে দেওয়া শুরু হয়। সম্প্রতি তারিকের স্ত্রী জুবেদা বাংলাদেশে আসেন। জল্পনা শোনা যাচ্ছে, তারেক রহমানও এবার বাংলাদেশে ফিরে আসতে পারেন। গুলশানের বাসভবনেই থাকবেন তিনি।
এই জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে, স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরি বলেন, “তারেক রহমানের বাংলাদেশ ফেরায় কোনও বাধা নেই। তারেক যখন ইচ্ছা বাংলাদেশে ফিরে আসতে পারেন।”
অন্যদিকে, লন্ডন সফর থেকে ফিরে আসার পর থেকেই বাংলাদেশের জামাত-ই-ইসলামি এবং এনসিপির মতো দলগুলি মহম্মদ ইউনূসের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। তাদের অভিযোগ, ইউনূস বিএনপির কথামতো নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।

