AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muhammad Yunus: ইদের নমাজের পরই মহম্মদ ইউনূসকে ঘিরে ধরল জনতা, বললেন, ‘দালালদের কথা…’

Bangladesh: শনিবার সকাল সাড়ে ৭ টায় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ইদ-উল আজহার নমাজ পড়তে গিয়েছিলেন মহম্মদ ইউনূস। নমাজের পর তিনি দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানান এবং দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করেন।

Muhammad Yunus: ইদের নমাজের পরই মহম্মদ ইউনূসকে ঘিরে ধরল জনতা, বললেন, 'দালালদের কথা...'
মহম্মদ ইউনূসকে ঘিরে কী বলল জনতা?Image Credit: X
| Updated on: Jun 08, 2025 | 3:05 PM
Share

ঢাকা: পবিত্র ইদ-উল-আজহায় বাংলাদেশে দেখা গেল অদ্ভুত এক চিত্র। রাজধানী ঢাকায় ইদগাহ মাঠে নমাজ পড়তে গিয়ে জনগণের প্রশ্নের মুখে পড়লেন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ইদের নমাজ পড়তে আসতেই জনতা তাঁকে ঘিরে ধরে। ইউনূসকে বলতে থাকে নিজেদের দাবিদাওয়ার কথা।

শনিবার সকাল সাড়ে ৭ টায় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ইদ-উল আজহার নমাজ পড়তে গিয়েছিলেন মহম্মদ ইউনূস। নমাজের পর তিনি দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানান এবং দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করেন। নিরাপত্তার আড়াল থেকে হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা জানান।

ইদের নমাজের পর যখন প্রধান উপদেষ্টা বেরিয়ে আসছিলেন, সেই সময়ই কিছু মানুষ চিৎকার করে বলতে থাকেন, “স্যর, দালালদের কথা শুনবেন না”। অনেকে আবার বলেন, “৫ বছর থেকে যান স্যর।”

এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিয়োয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে মহম্মদ ইউনূসকে চাইলেও, তাঁর আশেপাশের লোকজনদের জনগণ ভরসা করছে না। সেই জন্যই তারা বলছেন, “দালালদের কথা শুনবেন না”। অন্যদিকে, ৫ বছরের আবদার ইঙ্গিত দিচ্ছে যে মহম্মদ ইউনূসকে স্থায়ী পদে দেখতে চান।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে আগামী বছরের এপ্রিল মাসের শুরুর দিকে যে কোনও দিন বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে পারে। তবে বিএনপি এই সময়সীমা মানতে রাজি নয়। তারা এখনও ডিসেম্বরে নির্বাচনের দাবিতেই অনড়।