Bangladesh: ‘মানবধর্মকে সম্মান করাই ইসলামের শিক্ষা’, ফের সম্প্রীতির বার্তা হাসিনার

Seikh Hasina: মুক্তিযুদ্ধের শহিদদের আত্মত্যাগের কথা শেখ হাসিনা বলেন, 'সেখানে কোনও ধর্ম দেখে নয়, যাঁরা রক্ত দিয়েছেন, তাঁদের রক্তের সঙ্গে সব ধর্ম একাকার হয়ে মিশে গিয়েছে।'

Bangladesh: 'মানবধর্মকে সম্মান করাই ইসলামের শিক্ষা', ফের সম্প্রীতির বার্তা হাসিনার
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 9:56 PM

ঢাকা: কুমিল্লার (Cumilla) ঘটনার পর থেকে বারবার সম্প্রীতির বার্তা দিয়েছেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ফের একবার সেই বার্তাই দিলেন তিনি। আজ বৃহস্পতিবার বাংলাদেশে একটি অনুষ্ঠানে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি (Communal Harmony) রক্ষায় ব্যবস্থা নিতে হবে। শান্তি মিছিল ও শান্তিসভা করার পরামর্শও দিয়েছেন তিনি। এ দিন কুমিল্লা আওয়ামী লীগের নতুন একটি অফিস ভবন উদ্বোধনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা এ কথা বলেন।

এ দিন তিনি বলেন, ‘যাতে কোনও ধরনের সংঘাত দেখা না দেয় তার নিতে হবে। এই মাটিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই যেন ভালোভাবে বাঁচতে পারে।’ তাঁর কথায়, ‘জাতির পিতার ডাকে ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ কাঁধে অস্ত্র তুলে নিয়ে এ দেশকে স্বাধীন করেছে। তাই সেই স্বাধীনতা যেন কোনওভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।’ তিনি আরও বলেন, ‘কুমিল্লায় যে ঘটনাটি ঘটে গিয়েছে, সেটা খুব দুঃখজনক। কারণ, মানবধর্মকে সম্মান করাই ইসলামের শিক্ষা। নিজের ধর্ম পালনের অধিকার যেমন সবার রয়েছে, তেমনই অন্যের ধর্মকেও কেউ হেয় করতে পারে না। এটা ইসলাম শিক্ষা দেয় না। আর নিজের ধর্মকে সম্মান করার সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকেও সম্মান করতে হয়, অন্য ধর্মকে হেয় করলে নিজের ধর্মকেই অসম্মান করা হয়ে যায়।’

আইন যাতে কেউ হাতে তুলে না নেয়, সেই বার্চাও দেন হাসিনা। তিনি বলেন, ‘কেউ অপরাধ করলে সে যেই হোক, অপরাধীদের বিচার হবে। আমাদের সরকার সে বিচার করবে। প্রতিটি ধর্মই শান্তির বাণীর কথা বলে, সবাই শান্তি চায়।’ তিনি মন্তব্য করেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধা দেওয়ার জন্য মাঝেমধ্যে এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হয়।’

মুক্তিযুদ্ধের শহিদদের আত্মত্যাগের কথা শেখ হাসিনা বলেন, ‘সেখানে কোনও ধর্ম দেখে নয়, যাঁরা রক্ত দিয়েছেন, তাঁদের রক্তের সঙ্গে সব ধর্ম একাকার হয়ে মিশে গিয়েছে। আর এটা সবাইকে মনে রাখতে হবে। বাংলাদেশে সব ধর্মের, বর্ণের ও সব শ্রেণি ও পেশার মানুষই একটা মর্যাদা ও সম্মান নিয়ে চলবে।’

দিন দুয়েক আগে মন্ত্রিসভার বৈঠকেও নিজের অবস্থান স্পষ্ট করেন হাসিনা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে কড়া ব্যবস্থার নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি বাংলাদেশের সাধারণ নাগরিকদের সম্প্রীতির বাতাবরণ বজায় রাখার জন্য অনুরোধ করেছেন তিনি। কুমিল্লার ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের খবর ছড়িয়ে পড়ছে। ঘটনার সত্যতা যাচাই না করে এই ধরনে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কথায় বিশ্বাস না করার অনুরোধ করেছেন শেখ হাসিনা।

আরও পড়ুন: NCB: শাহরুখের মতোই শুটিং শিডিউল পিছিয়ে দিলেন অনন্যা, আরিয়ানের মুখোমুখি বসিয়ে হবে জেরা?