AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: বিশ্বকাপ ট্রফি নিয়ে বাংলাদেশে আসবেন মেসি?

Bangladesh's love for Argentina football: আর্জেন্টিনা ফুটবল দলের জন্য বাংলাদেশিদের প্রেম সুপরিচিত। এবার কি, বিশ্বকাপ ট্রফি নিয়ে বাংলাদেশ আসবেন মেসি?

Bangladesh: বিশ্বকাপ ট্রফি নিয়ে বাংলাদেশে আসবেন মেসি?
বিশ্বকাপের সময় বাংলাদেশের, আর্জেন্টিনা সমর্থনের ছবি তুলে ধরেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফাও
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 9:16 PM
Share

ঢাকা: সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবল। কাপ জিতে ফুটবল জীবনের বৃত্ত সম্পূর্ণ করেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল দলের জন্য বাংলাদেশিদের প্রেম সুপরিচিত। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সময় বাংলাদেশের এই আর্জেন্টিনা সমর্থনের ছবি তুলে ধরেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফাও। আর্জেন্টিনাও, ১৭,০০০ কিলোমিটার দূরের এক দেশে তাদের ফুটবল দলের জন্য এই অত্যাশ্চর্য সমর্থনকে স্বীকৃতি দিয়েছে। ১৯৭৮ সালের পর ফের ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার কথা জানিয়েছেন আর্জেন্টাইন বিদেশমন্ত্রী। এবার কি, বিশ্বকাপ ট্রফি নিয়ে বাংলাদেশ আসবেন মেসি? আর্জেন্টিনার সরকারকে এরকমই প্রস্তাব দিতে চলেছে বাংলাদেশ। বুধবার (২১ ডিসেম্বর) জানিয়েছেন, বাংলাদেশি বিশেষ প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলম।

শাহরিয়ার আলম বলেছেন, “আর্জেন্টিনা কাপ জেতায় বাংলাদেশ খুবই উচ্ছ্বসিত। অনেকেই আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনার দাবি করছেন। যদিও আর্জেন্টিনার খেলোয়াড়েরা এখন খুবই ব্যস্ত। তাই তাঁরা না পারলেও, কোনও প্রতিনিধি দিয়ে বাংলাদেশে তাঁদের ট্রফিটা পাঠানোর প্রস্তাবও দেব আমরা। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকই বেশি। আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা দেখে আর্জেন্টিনাও অভিভূত। তারা বাংলাদেশে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই সেই কাজ শুরু হবে।”

বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা ফুটব দল নিয়ে বাংলাদেশের উচ্ছ্বাস আর্জেন্টিনা সরকারের নজরে এসেছে। সেই দেশের বিদেশমন্ত্রী বাংলাদেশি বিদেশমন্ত্রীকে টুইট করে তা জানিয়েছিলেন। আর্জেন্টিনর বিশ্বকাপ জয়ের পর, বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টাইন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে চিঠিও পাঠিয়েছেন। আর্জেন্টিনার রাষ্ট্রপতি টুইট করে জানিয়েছেন, খুব শিগগিরই তিনি বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান। খেলাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের গভীরতা বাড়ছে। তিনি আরও জানিয়েছেন, সাধারণত দূতাবাস খোলার মতো আলোচনা বন্ধ ঘরে হয়। কিন্তু, এই ক্ষেত্রে সব কথা হয়েছে ওপেন ফোরামে। কাজেই, এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। তাই ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলাটা এখন স্রেফ সময়ের অপেক্ষা।