বিশ্ব: বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী পর্বের প্ৰথম ম্যাচেই স্কটল্যান্ডের হেরেছে বাংলাদেশ (Bangladesh)। মাত্র ৬ রানে পরাজিত হয়েছে মাশরফি মোর্তাজার (Mashrafe Mortaja) দেশ। সে নিয়ে বাংলাদেশ ক্রিকেট মহলে কাটাছেঁড়া চলছে। দেশের এমন হারে স্বভাবতই মন খারাপ প্রাক্তন অধিনায়ক মোর্তাজারও। কিন্তু আরও এক ঘটনায় তাঁর হৃদয় ভেঙে খানখান হয়েছে। সেটা হল গত কয়েকদিন ধরে তাঁর দেশে সাম্প্রদায়িক হাঙ্গামার ঘটনাপ্রবাহ। সোশ্যাল মিডিয়া পোস্টে তা উল্লেখ করলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার।
দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের হামলায় সরগরম দেশ। সেই আঁচ ছড়িয়েছে বিশ্বে। সর্বত্র নিন্দা চলছে। কুমিল্লায় দুর্গাপুজোয় দুষ্কৃতীদের হামলার পর একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে। এবার তা নিয়ে প্রতিবাদে মুখর হলেন মাশরাফি মোর্তাজা। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক লেখেন, “কাল দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙ্গে চুরমার করেছে। এ লাল সবুজ তো আমরা চাইনি। কতো কতো সপ্ন,কতো কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ, আপনি আমাদের হেদায়েত দিন।”
কুমিল্লার দুর্গাপুজো মণ্ডপ থেকে বিভিন্ন মন্দির, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে হামলার ঘটনায় ব্যথিত মোর্তাজা লিখেছেন তাঁর ‘হৃদয় ভেঙে চুরমার করেছে এই ঘটনা’। ভাইরাল ছবির একটি স্ক্রিনশট দিয়ে একথা জানালেন তিনি।
বাংলাদেশের ঘটনায় মোর্তাজা ছাড়াও কঠোর নিন্দা করেছেন সে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। বাংলাদেশে অশান্তির ঘটনায় গর্জে উঠেছেন অভিনেত্রী জয়া এহসানও। সোশ্যাল মিডিয়া পোস্টে ভাইরাল হওয়া রংপুরের এক টুকরো জ্বলন্ত ছবি দিয়ে নবারুণ ভট্টাচার্যের কবিতার পংক্তি উদ্ধৃত করে তিনি লিখেছেন, ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না/এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না/এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না/ এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।’
এদিকে বাংলাদেশের ঘটনার দোষীদের শাস্তি দেওয়ার কথা ঘোষণ করেছে সে দেশের সরকার। বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশ, এদিন এই সাম্প্রদায়িক ঝামেলার কঠোর নিন্দা করেছেন ইসলামী ঐক্যজোটের নেতারা। তাঁদের অবশ্য দাবি, পুজো মণ্ডপ, মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘরে যারা হামলা চালিয়েছে, তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। তারা বিদেশে বসে এ কাজ করছে। এদিকে বাংলাদেশের জাতিসংঘের সমন্বয়কারী প্রতিনিধি মিয়া সেপ্পো সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হাসিনা সরকারকে পদক্ষেপ করতে আবেদন করেছেন।
আরও পড়ুন: Naushad Siddique: হাসিনাকে চিঠি, কলকাতায় মানববন্ধন; বাংলাদেশ নিয়ে দিনভর তৎপরতায় নওশাদ সিদ্দিকি
আরও পড়ুন: Naushad Siddique: হাসিনাকে চিঠি, কলকাতায় মানববন্ধন; বাংলাদেশ নিয়ে দিনভর তৎপরতায় নওশাদ সিদ্দিকি