AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shakib Khan: ধর্ষণের অভিযোগ মিথ্যা, দাবি শাকিব খানের

Bangladesh: ২০১৭ সাল থেকে ২০১৮ সালের ঘটনা। সেই ছবিরই সহ-প্রযোজক ছিলেন ওই তরুণী।

Shakib Khan: ধর্ষণের অভিযোগ মিথ্যা, দাবি শাকিব খানের
অভিনেতা শাকিব খান।
| Edited By: | Updated on: Mar 20, 2023 | 8:24 PM
Share

ঢাকা: বাংলাদেশের সুপার হিরো শাকিব খান (Shakib Khan)। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন অস্ট্রেলিয়ার এক মহিলা। ওই মহিলা বাংলাদেশি বংশোদ্ভূত। অভিযোগ, একটি ছবির শুটিঙের সময় দু’ দফায় অস্ট্রেলিয়া যান শাকিব। ২০১৭ সাল থেকে ২০১৮ সালের ঘটনা। সেই ছবিরই সহ-প্রযোজক ছিলেন ওই তরুণী। সেই সম্পর্কের সূত্র ধরেই শাকিবের সঙ্গে একটি হোটেলে গিয়েছিলেন তিনি। সেখানেই যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। পরে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে এই ঘটনায় অভিযোগ দায়ের করেন তরুণী। এই নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরও একবার সরব হন শাকিবের সেই ছবির প্রযোজক রহমাতুল্লাহ। যদিও পাল্টা শাকিবও মানহানির অভিযোগ আনেন এই প্রযোজকের বিরুদ্ধে। ঢাকার গুলশন থানা ও পরে ডিবি কার্যালয়ে হাজির হন অভিযোগ জানাতে।

রহমাতুল্লাহ তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘জানতে পারলাম অভিনেতা শাকিব আমার বিরুদ্ধে অভিযোগ করতে প্রথমে গুলশন থানায় যান। সেখানে অভিযোগ দায়েরে ব্যর্থ হয়ে তিনি ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন। তিনি বলেছেন আমি নাকি প্রযোজকদের একজন ছিলাম না। আমার অভিযোগটি খুবই সিম্পল। অভিনেতা শাকিবকে অভিনয় করার জন্য অস্ট্রেলিয়াতে আনা হয়েছিল। এই জন্য তো তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছিল। পেশাগত কাজে মনোনিবেশ না করে তিনি এমন কিছু অনৈতিক এবং অবৈধ কাজ করেছিলেন যার জন্য ওই চলচ্চিত্রটির কাজ আর শেষ হল না। একটি প্রজেক্টে অর্থ লগ্নি করে যদি অন্য ব্যক্তির কারণে আমার সেই বিনিয়োগ নষ্ট হয়, তাহলে সেই ব্যক্তিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে পারার নৈতিক এবং আইনি অধিকার আমার আছে।’

একইসঙ্গে রহমাতুল্লাহ দাবি করেন, ‘আমি অভিযোগ করেছিলাম ১৫ মার্চ ২০২৩, দুপুরে। সেদিন ছিল বুধবার। এটি ছিল একটি কার্যদিবস। এর পরদিন, বৃহস্পতিবারও একটি কার্যদিবস ছিল। শাকিব একজন বুদ্ধিমান ব্যক্তি। তার তো লিখিত অভিযোগ দেখেই বুঝে যাওয়ার কথা এখানে কোনও মিথ্যা বলা হয়েছিল কি না। যদি শাকিবের সেই সৎ সাহস থাকত, এই দু’টি কার্যদিবসের মধ্যেই তিনি আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারতেন।’

যদিও শাকিবের দাবি, “রহমাতুল্লাহ প্রতারক। লক্ষ লক্ষ সিনেপ্রেমির সঙ্গে তিনি প্রতারণা করেছেন। ভুয়ো সংবাদ সকলের কাছে ছড়িয়েছেন। আমার মনে হয় উনি একা নন, আরও অনেকে জড়িত। না হলে ওনার মতো ভুয়ো প্রযোজক এসব করেন কী করে।”