Bangladesh News : সহকর্মীর কুপ্রস্তাবে রাজি হননি, নির্মম পরিণতি এসএসসি পাশ তরুণীর

Bangladesh News : এসএসসি পাশ করেছেন এই বছর। পড়াশোনার খরচ চালাতে কাজ করতেন পোশাক তৈরির এক কারখানায়। কিন্তু সহকর্মীর কুপ্রস্তাবে রাজি না হয়ে চাকরি ছাড়তে হয় তাঁকে।

Bangladesh News : সহকর্মীর কুপ্রস্তাবে রাজি হননি, নির্মম পরিণতি এসএসসি পাশ তরুণীর
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2022 | 9:25 PM

ঢাকা : চাকরিক্ষেত্রে তরুণীদের হেনস্থার ঘটনা নতুন নয়। প্রায়শই এই ধরনের অভিযোগ সংবাদ শিরোনামে ভেসে ওঠে। বিভিন্ন বড় বড় কর্পোরেট সংস্থায় এসবের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বিভিন্ন সেল থাকে। কিন্তু তাতেও কতটা লাভ হয় তা আলোচনাসাপেক্ষ। কিন্তু বেনামি সংস্থায় চাকরিটাই ছেড়ে দিতে ভুক্তভোগীকে। ঠিক এরকম ঘটনাই দেখা গেল বাংলাদেশের গাজিপুরের শ্রীপুরে। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকির মুখে চাকরি ছাড়তে হল এক কর্মীকে।

এই বছর এসএসসি পাশ করেছেন তরুণী। পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তাই পড়াশোনার খরচ চালাতে আফরান কম্পোজ়িট লি. নামের পোশাক কারখানায় চাকরি করতেন। কিন্তু কারখানায় প্রথম থেকেই কিছু অনৈতিক প্রস্তাব পেতে থাকেন। অভিযোগ ওঠে কারখানায় কর্মরত সুজন, জিহাদ ও রবীনের বিরুদ্ধে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয় না তরুণী। তারপরই তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সম্প্রতি রবীনও তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করে। এই পরিস্থিতিতে সহ্য করতে না পেরে এপ্রিল মাসেই চাকরি ছেড়ে দেন মেয়েটি।

তবে ঘটনা এখানেই শেষ হয়। হেনস্থার জেরে চাকরি ছেড়েও লাভ হয়নিয। শুক্রবার কারখানায় বকেয়া বেতন আনতে যান তরুণী ও তাঁর মা। সেইসময়ও হেনস্থার সম্মুখীন হন তাঁরা। মেয়েটিকে দেখেই গালাগাল দিতে শুরু করে সুজন। মেয়েটির অভিযোগ জিহাদ তাঁকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করে। সেইসময় তাঁর মা বাধা দিলে তাঁকে মারধর করা হয়। সেই মা ও মেয়ে অভিযোগ করেছে যে, টাকা ও সোনা ছিনিয়ে নিয়ে যায় বেরিয়ে যায় তিনি। শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানিয়েছেন যে, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ‘ধর্ষণের’ পর চুরি, রুশ সেনার বিরুদ্ধে নয়া অভিযোগ

আরও পড়ুন : Bangladesh News: আবর্জনার স্তূপ সরাতেই বেরিয়ে এল ৭০ টি সোনার বাট