Bangladesh News: মর্মান্তিক ঘটনা! বাবার গাড়িতেই পিষে গেল ছোট্ট ছেলে
Bangladesh News: স্থানীয় সূত্রে খবর, নিহত শিশুটির নাম সামিউল ইসলাম। সে ওই স্থানীয় গ্রামেরই বাসিন্দা। ছেলের মৃত্যুতে বাবা মইনুল ইসলাম স্বাভাবিকভাবেই ভেঙে পড়ছেন।
যশোর: দুর্ঘটনা বলে কয়ে আসে না। অনেকে সময় অজান্তেই ঘটে যায় দুর্ঘটনা। আকস্মিক দুর্ঘটনার ফল এমন মারাত্মক হতে পারে, যা মারাত্মক পরিণতির দিকেই নিয়ে যায়। আর যারা গাড়ি চালান, অনেক সময় অসাবধানতার কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটে, কিন্তু অনেকে ক্ষেত্রে দেখা যায় সাবধানতা অবলম্বন না করলেও, মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়। বুধবার বাংলাদেশে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে অনেকে শিউরে উঠেছেন। ভারতের প্রতিবেশি দেশের যশোর জেলার চৌগাছা উপ জেলায় মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে তৈরি তিন চাকার বাহন যা মিশুক নামে পরিচিত, তাঁর চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সবথেকে অবাক করার মতে বিষয় ওই শিশুর বাবাই ওই গাড়িটি চালাচ্ছিলেন বলেই জানা গিয়েছে। বুধবার দুপুর আড়াইটে নাগাদ পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, নিহত শিশুটির নাম সামিউল ইসলাম। সে ওই স্থানীয় গ্রামেরই বাসিন্দা। ছেলের মৃত্যুতে বাবা মইনুল ইসলাম স্বাভাবিকভাবেই ভেঙে পড়ছেন। তিনি বলেন, “দুপুর বেলা মিশুক চালিয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলাম বাড়িয়ালী-আমজামতলা সড়ক দিয়েই আমি গাড়ি চালাচ্ছিলাম। বেলা দুটো নাগাদ স্থানীয় গ্রামের বাসিন্দা আজিজের বাড়ির সামনে আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। টাল সামলাতে না পেরে ছেলে সমেত মাটিতে পড়ে গিয়েছিলাম। ঠিক সেই সময়ই ছোট ছেলেটির মাথা গাড়িক চাপে পিষে যায়।” পুলিশ জানিয়েছে ওই ছোট ছেলেটির মাথায় আঘাত লেগেছে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই ছোট শিশুটি মারা গিয়েছে।
আরও পড়ুন Bangladesh News : চুলোয় ক্লাস, চুল বাঁধতে আর উকুন বাছতে ব্যস্ত শিক্ষিকারা!
আরও পড়ুন Pakistan Crisis: গদি গেলেও যায়নি মাটি! সমীক্ষায় ইমরান খানকে নিয়ে উঠে এল অবাক করা তথ্য