AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train News: একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন, চালকদের তৎপরতায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা

Bangladesh railway: সিগন্যালে ত্রুটির জেরেই একই সময়ে একই লাইনে দুটি ট্রেন এসে পড়ে বলে প্রাথমিকভাবে জানান স্টেশন মাস্টার। তবে তদন্তের পরই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তিনি।

Train News: একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন, চালকদের তৎপরতায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা
একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন।
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 6:34 PM
Share

ময়মনসিংহ: অল্পের জন্য বড় ট্রেন দুর্ঘটনা (Train Accident) থেকে রক্ষা। একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি ট্রেন। তবে দুই ট্রেনের চালকের তৎপরতায় সামান্য দূরে দাঁড়িয়ে পড়ে দুটি ট্রেন। ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রবিবার দুপুরে এমনই হাড়হিম ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশের (Bangladesh) ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জের সরারচর রেলস্টেশন। এই ঘটনার জেরে ঢাকা ও চট্টগ্রাম-সহ দেশের বাকি অঞ্চলের সঙ্গে ওই রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান ঢাকা বিভাগের রেল আধিকারিকেরা।

বাংলাদেশ রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ২টো নাগাদ কিশোরগঞ্জের সরারচর রেলস্টেশনে দুটি ট্রেন মুখোমুখি চলে আসে। ঘটনা সম্পর্কে কিশোরগঞ্জের স্টেশন মাস্টার মহম্মদ ইউসুফ জানান, ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ও কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস একই সময় একই লাইনে ঢুকে পড়ে। তবে দুই চালকের সাবধানতায় সংঘর্ষ এড়ানো গিয়েছে। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। তবে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন দুই ট্রেনের যাত্রীরা। ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছেন। ঘটনার জেরে ওই রুটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম-সহ দেশের বাকি অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সিগন্যালে ত্রুটির জেরেই একই সময়ে একই লাইনে দুটি ট্রেন এসে পড়ে বলে প্রাথমিকভাবে জানান স্টেশন মাস্টার। তবে তদন্তের পরই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার খবর পেয়েই বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের উচ্চ পদস্ত কর্মকর্তা খায়রুল কবীর-সহ অন্য আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনে যান। শেষ খবর পর্যন্ত, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। মুখোমুখি দুটি ট্রেনের মধ্যে একটি সরালেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এদিকে, এদিন বড় দুর্ঘটনা এড়ানো গেলেও আতঙ্কিত যাত্রীরা। সিগন্যালে এরকম ত্রুটি কেন হল, যান্ত্রিক গোলযোগ নাকি নাশকতার চেষ্টা- তা নিয়ে প্রশ্ন উঠছে। অবিলম্বে তদন্ত করে প্রকৃত কারণ না জানা গেলে ভবিষ্যতে এই অসাবধানতা থেকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন যাত্রীরা।