Abortion Pill: গর্ভনিরোধক ওষুধ ব্যবহারে সবুজ সঙ্কেত, ঐতিহাসিক সিদ্ধান্ত জাপানের
Japan: অস্ত্রোপচার ছাড়া গর্ভপাত করতে গর্ভনিরোধক ওষুধ কার্যকারী উপায়। জাপানে গর্ভাবস্থার ২২ সপ্তাহ অবধি গর্ভপাত করা আইনসিদ্ধ। কিন্তু তার জন্য সঙ্গীর অনুমতি দরকার হয়। শুক্রবার জাপানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে লিনেফার্মার তৈরি গর্ভনিরোধক ওষুধে ছাড়পত্র দেওয়া হচ্ছে।

টোকিও: স্বাস্থ্য ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল জাপান সরকার। জাপানের স্বাস্থ্য মন্ত্রক গর্ভনিরোধক ওষুধ ব্যবহারে সবুজ সঙ্কেত দিয়েছে। এর জেরে জাপানি মহিলারা অবাঞ্ছিত গর্ভসঞ্চার হলে গর্ভনিরোধক পিল খেতে পারবেন। এবং গর্ভবস্থার ইতি ঘটাতে পারবেন। প্রথম বার এ ধরনের সিদ্ধান্ত নিল পূর্ব এশিয়ার এই দেশ। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রক। অস্ত্রোপচার ছাড়া গর্ভপাত করতে গর্ভনিরোধক ওষুধ কার্যকারী উপায়। জাপানে গর্ভাবস্থার ২২ সপ্তাহ অবধি গর্ভপাত করা আইনসিদ্ধ। কিন্তু তার জন্য সঙ্গীর অনুমতি দরকার হয়। শুক্রবার জাপানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে লিনেফার্মার তৈরি গর্ভনিরোধক ওষুধে ছাড়পত্র দেওয়া হচ্ছে। ২০২১ সালের ডিসেম্বর মাসে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন করেছিল ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক ওই সংস্থা।
গর্ভনিরোধক ওষুধ ব্যবহারের সম্মতির বিষয়ে প্রথম পথ দেখিয়েছিল ফ্রান্স। ১৯৮৮ সালে সেখানে প্রথম বার গর্ভনিরোধক ওষুধ ব্যবহারে ছাড়পত্র দেওয়া হয়েছিল। আমেরিকাতেও গর্ভনিরোধক ওষুধের ব্যবহার চালু ছিল। যদিও সম্প্রতি সুপ্রিম কোর্টের এক নির্দেশের পর আমেরিকায় গর্ভনিরোধক ওষুধ নিষিদ্ধ হয়েছে।
তবে জাপানে গর্ভনিরোধক ওষুধ ব্যবহারের ছাড়পত্রে দাবি অনেক দিন ধরেই করছিলেন আন্দোলনকারীরা। সেই দাবির স্বীকৃতি মিলল এদিনের ঘোষণায়। গর্ভনিরোধক ওষুধের মাধ্যেমে ৯ সপ্তাহ অবধি গর্ভপাত করা যাবে বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। তবে হেল্থ ইস্যুরেন্সের আওতায় পড়বে না এই পরিষেবা। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ এই ওষুধ কিনতে পারবেন না বলে জানা গিয়েছে।
