AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: লন্ডনে ইউনূস! সেই ফাঁকেই বাংলাদেশে ‘হাওয়া বদল’, নির্বাচনী-আলোচনায় বিদেশ পাড়ি দিচ্ছে খালেদা জিয়ার দল

BNP China Visit: তবে এই সফর কি প্রথমবার? বিএনপি সূত্রে বলছে, একদমই নয়। এর আগেও সেদেশে গিয়েছে খালেদা জিয়ার প্রতিনিধি দল। তবে এবারের সফরের সঙ্গে গতবারের সফরগুলো মিলিয়ে দেওয়া যাবে না। এর মধ্যে একটা ভিন্নতা রয়েছে।

Bangladesh: লন্ডনে ইউনূস! সেই ফাঁকেই বাংলাদেশে 'হাওয়া বদল', নির্বাচনী-আলোচনায় বিদেশ পাড়ি দিচ্ছে খালেদা জিয়ার দল
Image Credit: Getty Image
| Updated on: Jun 13, 2025 | 2:43 PM
Share

ঢাকা: ইউনূস গেলেন। এবার যাবে সেদেশের অন্যতম রাজনৈতিক দলের মহাসচিব। বিএনপি মিডিয়া সেলের সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শেষের দিকে চিন সফরে যাচ্ছে দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের নেতৃত্বাধীন একটি দল। শিয়ের দলের আমন্ত্রণেই সেদেশে পাড়ি দিচ্ছে বিএনপির প্রতিনিধি দল।

গতবছর হাসিনার পতনের পর থেকেই পালে হাওয়া পেয়েছে বিএনপি। বাংলাদেশে নতুন মাইলেজ ছোঁয়ার চেষ্টা করছে তারা। চেষ্টা করছে নির্বাচন করানোরও। আর সেই আবহে আন্তর্জাতিক বন্ধু পেয়ে গিয়েছে খালেদা জিয়ার দল। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, হাসিনার পতনের পর থেকেই ইউনূস নয়, বরং বিএনপির সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী হয়েছে শিয়ের প্রশাসন।

তবে এই সফর কি প্রথমবার? বিএনপি সূত্রে বলছে, একদমই নয়। এর আগেও সেদেশে গিয়েছে খালেদা জিয়ার প্রতিনিধি দল। তবে এবারের সফরের সঙ্গে গতবারের সফরগুলো মিলিয়ে দেওয়া যাবে না। এর মধ্যে একটা ভিন্নতা রয়েছে।

ভিন্নতাটা কী?

প্রতিবার বিএনপি-সহ অন্যান্য দলগুলোকে ডেকে থাকে চিনের সরকার। কিন্তু এবার ডাকা হয়েছে শুধুমাত্র বিএনপির শীর্ষ নেতৃত্বদের। যা বাংলাদেশের নির্বাচনী আবহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এমনকি, দলীয় সূত্রে জানা গিয়েছে, চিন-বিএনপির আলোচনায় থাকতে পারে দেশের সাধারণ নির্বাচনের প্রসঙ্গও।

উল্লেখ্য, মাস কয়েক আগেই চিন সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। একাধিক বৈঠকের পাশাপাশি ভারত নিয়ে ‘বিরোধী’ মন্তব্য করতে দেখা যায় তাকে। এবার যাচ্ছে বিএনপি।