Boris Johnson : শেষমেশ ভুল স্বীকার, কোভিড লকডাউনের সময় পার্টি করায় পার্লামেন্টে ক্ষমা চাইবেন প্রধানমন্ত্রী
Boris Johnson : ২০২০ সালের জুন মাসে করোনাবিধি উপেক্ষা করে লকডাউন পার্টি করার অভিযোগ উঠেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে। গত সপ্তাহেই এই কারণে লন্ডন পুলিশের তরফে তাঁকে জরিমানা করা হয়। এদিন তিনি ভুল স্বীকার করে ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমা চাইতে চলেছেন।
লন্ডন : করোনাবিধি ভেঙে লকডাউনে পার্টি করার জন্য আগেই সমালোচনার মুখে পড়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তারপর অনেক জল বয়ে গিয়েছে। প্রথম দিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকারও করেছিলেন তিনি। এইবার নিজেই মাথা নত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। নিজের ভুল স্বীকার করে নিয়ে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমা চাইতে চলেছেন বরিস জনসন। পুলিশের জরিমানা মুখে পড়ার পর বোধোদয় হয়েছে বলেই মনে করছেন অনেকে। এদিকে বিরোধীদের চাপের মুখেই ভুল স্বীকার তাঁর।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লকডাউন বিধিভভঙ্গের অভিযোগ নিয়ে তর্ক-বিতর্ক চলছিল অনেকদিন ধরেই। ২০২০ সালের জুন মাস। তখন বিশ্ব জুড়ে করোনার প্রথম ঢেউ আছড়ে পড়েছে। সম্পূর্ণ অচেনা একটি ভাইরাসের বিরুদ্ধে তখন লড়ছে গোটা বিশ্ব। করোনা ভাইরাসের সংক্রমণের প্রকোপ রোধ করতে জারি ছিল লকডাউন। সেই সময় বড় জমায়েতের কোনো উপায় ছিল না। সাধারণ মানুষ সেই কঠোর বিধি মেনে চলতে বাধ্য ছিলেন। কিন্তু এই কোভিড বিধি উপেক্ষা করেই লকডাউনে পার্টি করার অভিযোগ উঠেছিল বরিস জনসনের বিরুদ্ধে। তাঁর জন্মদিনের এই পার্টি নিয়েই সুর চড়ায় বিরোধীরা। বিরোধীরা তাঁর পদত্যাগের দাবিও জানান। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর গদি হারানোর মতো অবস্থার সৃষ্টি হয়েছিল দেশে। তাঁর নিজের দলেরই একাধিক সাংসদ তাঁর পদত্যাগের দাবি তুলেছিলেন। তবে বরিসের বিরুদ্ধে অভিযোগ এনে তাঁকে কাঠগড়ায় দাঁড় করালেও তিনি বারংবার সেই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে তিনি নিশ্চিত করেছিলেন যাতে কোনও কোভিডবিধি ভঙ্গ না হয়। তিনি স্বীকার করে নিয়েছিলেন যে তিনি জমায়েতে যোগ দিয়েছিলেন। তবে তার সঙ্গে এটাও জানিয়েছেন যে সেটি একটি কাজের জন্য জময়েত ছিল।
গত সপ্তাহেই লন্ডন পুলিশ এই লকডাউ পার্টির জন্য বরিস জনসন এবং রাজস্ব মন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করে। তারপরই হুঁশ ফেরে বরিসের। প্রথমদিকে তিনি বারবারই দাবি করেছেন যে, তিনি কোনও বিধিভঙ্গ করেননি। ডাউনিং স্ট্রিটের পার্টিতে সমস্ত করোনাবিধি মেনে চলা হয়েছে বলেই দাবি ছিল তাঁর। তবে শেষমেশ তিনি লকডাউনে পার্টি করা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমা চাইছেন।
আরও পড়ুন : Alien Attack: এলিয়েনরা পৃথিবী আক্রমণ করতে পারে! আশঙ্কা প্রকাশ বিজ্ঞানীদের
আরও পড়ুন : Modi-Sharif Meeting: মোদীর সঙ্গে আলোচনার টেবিলে বসতে পারেন নয়া পাক প্রধানমন্ত্রী! কোথায় হবে বৈঠক?
আরও পড়ুন : Bangladesh News: স্মার্ট ফোনেই প্রেমের ফাঁদ, প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ভয়াবহ পরিণতি হল তরুণীর