Video: ‘মোদীকে ভয় দেখানোর কথা, কল্পনাও করতে পারি না…’, হিন্দিতে বললেন পুতিন
Putin on Modi: দেখা যাচ্ছে, রুশ নেতা হিন্দিতে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে দীর্ঘ কথা বলছেন। তিনি বলেন, "রাশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক ক্রমাগত সব দিকেই বিকশিত হচ্ছে। আর এর প্রধান গ্যারান্টি হল প্রধানমন্ত্রী মোদীর নীতি।"
মস্কো: দেশের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কঠোর’ সিদ্ধান্ত নেওয়ার ভূয়সী প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাও আবার হিন্দি ভাষায়। পুতিনের একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, রুশ নেতা হিন্দিতে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে দীর্ঘ কথা বলছেন। তিনি বলেন, “রাশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক ক্রমাগত সব দিকেই বিকশিত হচ্ছে। আর এর প্রধান গ্যারান্টি হল প্রধানমন্ত্রী মোদীর নীতি।” না মোদী নিজের মুখে হিন্দি বলেননি। তাঁর রুশ ভাষায় বলা কথাগুলি এআই প্রযুক্তি ব্যবহার করে হিন্দিতে অনুবাদ করা হয়েছে। স্বাভাবিকভাবেই রুশ প্রেসিডেন্টের এই ভিডিয়ো ক্লিপটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদীর নীতির প্রশংসা করছেন পুতিন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী মোদী এতটাই কঠোর অবস্থান নেন, যে তা তাঁকে অবাক করে। পুতিন বলেছেন, “সত্যি বলতে গেলে, ভারতীয় জনগণের জাতীয় স্বার্থ রক্ষায় তাঁর কঠোর অবস্থান দেখে মাঝে মাঝে আমি বিস্মিত হই।” তিনি জানান, ভারতীয় প্রধানমন্ত্রীকে তিনি বাইরে থেকে পর্যবেক্ষণ করেছেন। তার ভিত্তিতেই তাঁর মনে হয়েছে, প্রধানমন্ত্রী মোদীকে কেউ কোনও সিদ্ধান্ত নিতে বাধ্য করতে বা ভয় দেখাতে পারে না। এটা তিনি কল্পনাও করতে পরেন না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তনি বলেন, “আমি কল্পনাও করতে পারি না যে মোদীকে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে ভারত ও ভারতীয় জনগণের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে বা সিদ্ধান্ত নিতে বাধ্য করা যেতে পারে। আমি জানি তাদের উপর এমন চাপ রয়েছে।”
🇷🇺 राष्ट्रपति व्लादिमीर पुतिन ने की 🇮🇳 प्रधानमंत्री नरेंद्र मोदी की तारीफ, कहा- उनकी नीति भारत और रूस के प्रगाढ़ संबंधों की गारंटी
राष्ट्रपति पुतिन ने कहा- ”रूस और भारत के संबंध लगातार सभी दिशाओं में विकसित हो रहे हैं और इसकी मुख्य गारंटी प्रधानमंत्री मोदी की नीति है। मैं… pic.twitter.com/b7lwMuMWZD
— RT Hindi (@RT_hindi_) December 7, 2023
প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমী দেশগুলি রাশিয়ার উপর বিভিন্ন বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কাট-ছাঁট করার জন্য ভারতের উপরও চাপ দিয়েছিল তারা। কিন্তু, ভারত এই পরিস্থিতিকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে। যুদ্ধের বাজারে সস্তায় জ্বালানি কিনেছে রাশিয়ার থেকে। এই নিয়ে পশ্চিম দেশগুলি একযোগে ভারতের সমালোচনা করেছে। কিন্তু, তার মুখেও টলেনি মোদী প্রশাসন। মোদী সরকারের পক্ষ থেকে বারবারই জানানো হয়েছে, ভারতীয় জনগণের স্বার্থেই রাশিয়ার থেকে সস্তায় তেল কেনা হচ্ছে। ভারতকে জ্বালানি ক্ষেত্রে আমদানির উপর নির্ভর করতে হয়। তাই, যেখান থেকে সস্তায় তেল পাওয়া যাবে, ভারত সরকার কিনবে। দিন কয়েক আগেই, ভারত-রুশ সম্পর্ক নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এই সম্পর্ক ভারতকে অতীতে বহুবার বহু সমস্যা থেকে রক্ষা করেছে।