AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China Coronavirus: চিনের গুহায় বাদুড়ের দেহে দুই নয়া করোনাভাইরাস

Two new coronaviruses in bats: বাদুড়ের দেহে পাওয়া গেল নতুন দুটি করোনভাইরাস। নয়া ভাইরাসগুলির সঙ্গে কোভিড-১৯-এর ৫৪ শতাংশ মিল রয়েছে। এগুলি কি মানুষকে সংক্রামিত করতে পারে?

China Coronavirus: চিনের গুহায় বাদুড়ের দেহে দুই নয়া করোনাভাইরাস
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 7:08 AM
Share

বেজিং: পৃথিবী এখনও কোভিড-১৯ মহামারি থেকে পুরোপুরি মুক্তি পায়নি। এরই মধ্যে আরও এক নতুন মহামারি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হল। বাদুড়ের দেহে নতুন দুটি করোনভাইরাস আবিষ্কার করেছেন একদল বিজ্ঞানী। উল্লেখ্য কোভিড-১৯ মহামারির সূচনা হয়েছিল চিনের উহান শহরে। ঠিক কীভাবে তা মানুষের দেহে ছড়িয়েছিল, তা আজও নিশ্চিতভাবে বলতে পারেন না বিজ্ঞানীরা। তবে মনে করা হয়, বাদুড় বা প্যাঙ্গোলিনের মতো কোনও প্রাণী থেকে তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। চিনা বিজ্ঞানীরা এখন একই পরিবারের দুটি নতুন ভাইরাসের খোঁজ পেয়েছেন।

২০২১ সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে দক্ষিণ চিনের একটি গুহায় ১১২টি বাদুড় দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনাগুলির মধ্যে সাতটি বাদুড়ের দেহে নতুন দুটি করোনভাইরাস পাওয়া গিয়েছে। সার্স-কোভ-২ ভাইরাসের যে যে বৈশিষ্টের জন্য কোভিড-১৯ এত সংক্রামক রোগ হয়েছে, সেই একই বৈশিষ্ট সিডি৩৫ (CD35) এবং সিডি৩৬ (CD36) ভাইরাসেও রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দুই ভাইরাসের সঙ্গে সার্স-কোভ-২ ভাইরাসের ৫৪ শতাংশ মিল রয়েছে। তবে, এগুলি মানুষকে সংক্রামিত করতে পারে কিনা, তার প্রমাণ এখনও পাওয়া যায়নি।

২০১৯ সালের নভেম্বরে উহানে প্রথম কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছিল। তারপর, দ্রুত চিনের অন্যত্র এবং তারপর গোটা বিশ্বে এই রোগটি ছড়িয়ে পড়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৭০ লক্ষ মানুষের কোভিড-১৯-এর কারণে মৃত্যু হয়েছে। তবে এটা সরকারি হিসেব। প্রকৃত মৃতের সংখ্যা অনেক বেশি বলে অনুমান করা হয়। এর পাশাপাশি গোটা বিশ্বে প্রায় ৮০ কোটি মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন। কোভিডের মতো কিংবা তার থেকেও ভয়ঙ্কর মহামারি ফের গোটা বিশ্বকে অচল করে দিতে পার বলে, সম্প্রতি ‘হু’-এর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এই নয়া দুই করোনাভাইরাস কি তার কারণ হতে পারে? এই কথা নিশ্চিতভাবে বলার জন্য আরও গবেষণার প্রয়োজন।