Chinmoy Krishna Das: জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ? সোমবারের বিকালেই মিলবে উত্তর

Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে জেলবন্দি। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার সময় থেকেই বাংলাদেশে লাগাতার সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

Chinmoy Krishna Das: জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ? সোমবারের বিকালেই মিলবে উত্তর
সোমবার জামিনের শুনানি Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2024 | 12:10 PM

চট্টগ্রাম ও কোচবিহার: অশান্তির আবহে দীর্ঘ সময় বন্ধ ছিল আদালত। অবশেষে অনেক টালবাহানার পর চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানির দিন ধার্য হয়েছে বলে জানা যাচ্ছে। ২ ডিসেম্বর সোমবার সেই শুনানি হবে বলে খবর। ওই দিন বিকাল ৩টে থেকে চট্টগ্রাম আদালতে শুনানি শুরু হবে বলে খবর। প্রসঙ্গত, চিন্ময় ইস্যুতে বিগত কয়েকদিন ধরেই ব্যাপক চাপে পড়েছে বাংলাদেশ সরকার। বিবৃতি-পাল্টা বিবৃতির খেলায় ভারত-বাংলাদেশ সম্পর্কও তলানিতে ঠেকে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। 

প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে জেলবন্দি। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার সময় থেকেই বাংলাদেশে লাগাতার সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রতিবাদে পথে নেমেছে একের পর এক হিন্দু সংগঠন। 

প্রতিবাদের ঢেউ এসে পৌঁছেছে এপার বাংলাতেও। পথে নেমেছে হিন্দু জাগরণ মঞ্চ। প্রতিবাদে সরব হয়েছে বিজেপিও। উঠেছে চিন্ময়কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিও। ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রতিবাদে সামিল হয়েছে ইসকনও। এখন দেখার শেষ পর্যন্ত চট্টগ্রাম আদালত কী রায় দেয়।