AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জনসভায় বক্তব্য রাখার সময়ই প্রেসিডেন্ট পদপ্রার্থীকে মাথায় গুলি! দেখুন ভিডিয়ো

Columbia: স্থানীয় সূত্রে খবর, মিগুয়েলের ঘাড়ে বা মাথায় গুলি লেগেছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন।

জনসভায় বক্তব্য রাখার সময়ই প্রেসিডেন্ট পদপ্রার্থীকে মাথায় গুলি! দেখুন ভিডিয়ো
প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি।Image Credit: X
| Updated on: Jun 08, 2025 | 8:32 AM
Share

বোগোটা: প্রেসিডেন্ট পদপ্রার্থীকে প্রকাশ্যে গুলি। জনসভায় বক্তব্য রাখার সময়ই মিগুয়েল উরিবে-কে গুলি করল দুষ্কৃতী। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলোম্বিয়ার ডানপন্থী বিরোধী সেনেটর তথা আগামী বছরের প্রেসিডেন্ট পদপ্রার্থী।

জানা গিয়েছে, শনিবার বোগোটায় একটি জনসভায় বক্তব্য রাখছিলেন মিগুয়েল। আচমকাই পরপর কয়েকটি গুলি চলে। প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, মিগুয়েলকে ধরাধরি করে গাড়িতে তোলার চেষ্টা করছেন কয়েকজন। সাদা গাড়ির হুড বা ছাদ রক্তে লাল হয়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মিগুয়েলের ঘাড়ে বা মাথায় গুলি লেগেছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। কলোম্বিয়ার প্রতিটি হাসপাতালে অ্যালার্ট জারি করা হয়েছে। প্রয়োজনে স্থানান্তরিত করা হতে পারে ডানপন্থী নেতাকে।

অন্য়দিকে, সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত নাবালক। সম্ভবত পিছন থেকে গুলি চালিয়েছিল অভিযুক্ত।  সরকার ও বিরোধী- দুই পক্ষের তরফেই এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।

প্রসঙ্গত, মিগুয়েল উরিবে রাজনৈতিক পরিবারের সদস্য। তাঁর ঠাকুর্দা জুলিও সিজার টুর্বে কলোম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। মিগুয়েলের মা নামকরা সাংবাদিক, যাকে ‘ড্রাগ লর্ড’ পাবলো এসকোবারের দল অপহরণ করেছিল ১৯৯১ সালে। সেনা তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও, ব্যর্থ হয়। অপহরণকারীরা তাঁকে মেরে ফেলে।

উরিবে ২০০২ সাল থেকে সাংসদ। এর আগে তিনি বোগোটার সেক্রেটারি ও সিটি কাউন্সিলার পদেও কাজ করেছেন। ২০১৯ সালে মেয়র নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন।