AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: ছাড় পেল না রাষ্ট্রপতির মেয়েও! পাকিস্তানে হামলার মুখে বিলওয়াল ভুট্টোর বোন

Pakistan President Daughter: পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সিন্ধ প্রদেশে আক্রমণের মুখে পড়ে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির কন্যা আসিফা ভুট্টোর কনভয়। এই ঘটনার পরপরই দায়ে হয়েছে লিখিত অভিযোগ।

Pakistan: ছাড় পেল না রাষ্ট্রপতির মেয়েও! পাকিস্তানে হামলার মুখে বিলওয়াল ভুট্টোর বোন
পাক রাষ্ট্রপতির কন্যা আসিফা ভুট্টো জারদারিImage Credit: X
| Updated on: May 24, 2025 | 11:56 PM
Share

ইসলামাবাদ: তিনি পাকিস্তানের রাষ্ট্রপতির কন্যা। এবার তাঁকে নাকি পড়তে হল হামলার মুখে। এ কেমন কাণ্ড? পড়শি দেশে কি তবে সুরক্ষিত নয় রাষ্ট্রপতি পদমর্যাদার ব্যক্তিরাও? অন্তত শুক্রবারের ঘটনার পর প্রশ্ন উঠছে এমনটাই।

ঠিক কী হয়েছে?

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সিন্ধ প্রদেশে আক্রমণের মুখে পড়ে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির কন্যা আসিফা ভুট্টোর কনভয়। এই ঘটনার পরপরই দায়ে হয়েছে লিখিত অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশ। কিন্তু কেন হামলার চেষ্টা চলল এই রাষ্ট্রপতির কন্যাকে ঘিরে?

জানা গিয়েছে, সিন্ধ প্রদেশে মরু এলাকার মধ্য়ে চোলিস্তান খাল প্রকল্পের কাজ চালাচ্ছিল শরিফ প্রশাসন। আর সেই প্রকল্প ঘিরেই লেগে গিয়েছে ‘খালপাড়ের লড়াই’। সরকারের বিরুদ্ধে আসরে নেমেছে স্থানীয় মানুষজন। প্রবল আপত্তি তুলেছে শরিফ প্রশাসনের জোট শরিক পিপিপি-ও। সাম্প্রতিককালে এই খালের পাড়েই হামলার মুখে পড়েছিলেন আরও পাক সাংসদ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার নবাবশাহের দিকে কনভয় চেপে যাচ্ছিলেন আসিফা। সেই সময় জামশোরো টোল প্লাজার কাছে তাঁর কলভয়কে থামিয়ে দেয় এক দল উত্তেজিত জনতা। এরপর চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ। বিক্ষোভের সঙ্গে হামলারও চেষ্টা চালায় উত্তেজিতরা। বলে রাখা ভাল, এই আসিফা কিন্তু শুধুই রাষ্ট্রপতির কন্যাই নয়। বরং পাকিস্তানের ‘ফার্স্ট লেডিও’। সাধারণ ভাবে এই ‘ফার্স্ট লেডির’ তকমা নিয়ে থাকেন প্রেসিডেন্টের স্ত্রীরা। কিন্তু আসিফার মা মারা যেতেই প্রথা ভেঙে সেই পদ হাতিয়ে নেন তিনি।