AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump-Elon Musk: সব সম্পর্ক শেষ! ইলন মাস্ককে ‘চরম মূল্য’ দিতে হবে যদি…প্রকাশ্যে হুমকি ট্রাম্পের

Donald Trump-Elon Musk: এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম রয়েছে, এই দাবি করেছিলেন ইলন মাস্ক। একদিন পরে যদিও সেই পোস্ট ডিলিট করে দেন। তবে বিষয়টা ভালভাবে নেননি ট্রাম্প।

Donald Trump-Elon Musk: সব সম্পর্ক শেষ! ইলন মাস্ককে 'চরম মূল্য' দিতে হবে যদি...প্রকাশ্যে হুমকি ট্রাম্পের
ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Jun 08, 2025 | 7:38 AM
Share

ওয়াশিংটন: ব্রোম্যান্স শেষ। ইলন মাস্কের সঙ্গে আর সম্পর্ক নেই বলেই সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্ককে হুঁশিয়ারিও দিলেন যে যদি ডেমোক্রেটিক প্রার্থীদের উপরে টাকা ঢালেন, তবে তার পরিণতি ভয়ঙ্কর হবে।

ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন, তাঁর হয়ে প্রচার-সবই করেছিলেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। বন্ধুত্বের প্রতিদানে ট্রাম্পও উজাড় করে দিয়েছিলেন ভালবাসা। শুধু মাস্ককে নিজের পাশে রাখতে আস্ত একটা নতুন প্রশাসনিক দফতরই তৈরি করে ফেলেছিলেন। এমন হরিহরআত্মা বন্ধুত্ব, কিন্তু টিকল না বেশিদিন। হঠাৎই ভাঙল বন্ধুত্ব, আর তারপরই চরম তিক্ততা।

বন্ধুত্ব ভাঙার পর কি ইলন মাস্ক এখন ট্রাম্পের শত্রুপক্ষ ডেমোক্রাটিকদের সমর্থন করবেন? তাদের উপরে টাকা ঢালবেন? এই প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বেজায় রেগে বলেন, “যদি ও তাই করে, তবে ওকে এর মূল্য চোকাতে হবে। চরম মূল্য চোকাতে হবে।”

আবার কি কখনও ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক ভাল হতে পারে, এই প্রশ্নেও ট্রাম্পের সোজা জবাব, ‘না’। টেসলা কর্তার সঙ্গে তাঁর সব সম্পর্ক শেষ এবং তিনি ইলন মাস্কের সঙ্গে কথাও বলতে চান না। ট্রাম্পের সোজা কথা, “আমার আরও অনেক কাজ আছে। ইলন আমায় অসম্মান করেছে।”

এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম রয়েছে, এই দাবি করেছিলেন ইলন মাস্ক। একদিন পরে যদিও সেই পোস্ট ডিলিট করে দেন। তবে বিষয়টা ভালভাবে নেননি ট্রাম্প। ইলন মাস্ককে যৌন অপরাধী জেফারি এপস্টেইনের সঙ্গে জুড়ে প্রেসিডেন্ট পদকেই অপমান করেছেন ইলন মাস্ক, এমনটাই দাবি ট্রাম্পের।

তিনি বলেন, “তুমি প্রেসিডেন্টের অফিসকে অপমান করতে পারো না। এগুলো পুরনো খবর। এপস্টেইনের আইনজীবীও আমায় নিরাপরাধ বলেছে।”

ট্রাম্পের যে ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের অবনতি, সেই বিল আরও সমর্থন নিয়ে সেনেটে পাশ করবে বলেই আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, এতদিন যারা এই বিলকে গুরুত্ব দিয়ে দেখছিল না, তারাও এখন এই বিলকে গুরুত্ব দিয়ে দেখছে।