Elon Musk on Wikipedia: নাম বদলে দিতে হবে Wikipedia-র! এ কেমন আব্দার ইলন মাস্কের?
Elon Musk on Wikipedia: সম্প্রতি ইলন মাস্ক দাবি করেছেন, বদলে দিতে হবে উইকিপিডিয়া-র নাম। আর সেই নতুন নাম ওয়েবসাইটে অন্তত এক বছর রেখে দিতে হবে।

নিউ ইয়র্ক: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের খামখেয়ালিপনার কথা সর্বজনবিদিত। মাঝেমধ্যেই নানা ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। সম্প্রতি এক্স মাধ্যম অর্থাৎ টুইটার-এর মালিকানা গ্রহণ করেছেন টেসলা কর্তা ইলন মাস্ক। এবার তাঁর একটি কথায় নড়েচড়ে বসেছেন নেট নাগরিকেরা। উইকিপিডিয়া- নাকি কিনে নেবেন তিনি। যে ওয়েবসাইট থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করা হয়, সেটিতে বিনিয়োগ করার জন্য এক বিশেষ শর্ত দিয়ে বসেছেন তিনি।
সম্প্রতি ইলন মাস্ক দাবি করেছেন, বদলে দিতে হবে উইকিপিডিয়া-র নাম। আর সেই নতুন নাম ওয়েবসাইটে অন্তত এক বছর রেখে দিতে হবে। তাঁর প্রস্তাব হল, উইকিপিডিয়া-র নাম দিতে হবে ডিকিপিডিয়া। তাহলেই তিনি এক বিলিয়ন ডলার দেবেন বলে দাবি করেছেন।
উইকিপিডিয়া-র যে কোনও পাতা খুললেই অনেক সময় দেখা যায়, উইকিপিডিয়া চালানোর জন্য দান বা ডোনেশন চাওয়া হয়। এক্স মাধ্যমে সেরকম একটি পাতার ছবি শেয়ার করেছেন ইলন মাস্ক। যেখানে লেখা আছে, উইকিপিডিয়া নট ফর সেল অর্থাৎ উইকিপিডিয়া বিক্রির জন্য নয়। সেটি শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, আমি এক বিলিয়ন দিয়ে দেব যদি নামটা বদলে ডিকিপিডিয়া করে দেওয়া হয়।
ইলন মাস্কের এমন একটি বার্তা দেখে কেউ কেউ বলছেন, উইকিপিডিয়া-র উচিত এই সুযোগ লুফে নেওয়া, আবার কেউ কেউ বলছেন, এটা নেহাতই একজন ধনী লোকের খামখেয়ালিপনা।
