AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: বাস্তিল দিবসে ভারতীয় সেনার প্যারেড থেকে ম্যাক্রঁর সঙ্গে সেলফি, ফ্রান্স সফরের বিশেষ মুহূর্ত তুলে ধরলেন নমো

India France Relation: এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি ফ্রান্স সফরের টুকরো দৃশ্যগুলি তুলে ধরেন। বাস্তিল দিবসের প্যারেডে ভারতীয় তিন সেনা বাহিনীর অংশগ্রহণ থেকে ফ্লাইপাস্টে ভারতীয় রাফাল যুদ্ধ বিমানের অংশগ্রহণের দৃশ্য তুলে ধরা হয়।

PM Narendra Modi: বাস্তিল দিবসে ভারতীয় সেনার প্যারেড থেকে ম্যাক্রঁর সঙ্গে সেলফি, ফ্রান্স সফরের বিশেষ মুহূর্ত তুলে ধরলেন নমো
ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 2:25 PM
Share

প্যারিস: গোটা বিশ্বে নমোর জয়জয়কার। একের পর এক বিশ্বনেতা আমন্ত্রণ জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। চলতি সপ্তাহেই ফ্রান্সের জাতীয় দিবস ‘বাস্তিল ডে’-তে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দু’দিনের প্যারিস সফর ছিল বর্ণময়। সফর শেষে টুইটারে সেই টুকরো দৃশ্যই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি ফ্রান্স সফরের টুকরো দৃশ্যগুলি তুলে ধরেন। বাস্তিল দিবসের প্যারেডে ভারতীয় তিন সেনা বাহিনীর অংশগ্রহণ থেকে ফ্লাইপাস্টে ভারতীয় রাফাল যুদ্ধ বিমানের অংশগ্রহণের দৃশ্য তুলে ধরা হয়। ভারতীয় সেনার প্যারেডের সময়ে প্রধানমন্ত্রী মোদী উঠে দাঁড়িয়ে স্যালুটও জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ যেভাবে জড়িয়ে ধরেন, সেই দৃশ্যও দেখা যায় ভিডিয়োয়। ল্যুভ্রে মিউজিয়ামেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ যে বিশেষ ব্যাঙ্কোয়েটের আয়োজন করেছিলেন, তার ছবিও দেখা যায়। ফ্রান্সের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক থেকে শুরু করে শ্যানেল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকের ছবিও তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। শেষে তাঁর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্টকে সেলফি তুলতেও দেখা যায়।