Bangladesh: মুক্তির আশাটুকু শেষ চিন্ময় কৃষ্ণের! এবার নতুন অভিযোগে গ্রেফতার
Bangladesh: গত ৩০ এপ্রিল চিন্ময় কৃষ্ণ দাসকে এই মামলায় জামিন দিয়েছিল হাইকোর্ট। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত বছরের ২৬ নভেম্বর তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

বাংলাদেশ: কয়েকদিন আগেই জামিন পেয়েছিলেন। এবার অন্য একটি মামলায় নতুন করে গ্রেফতার হলেন চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশের এই হিন্দু সন্ন্যাসী মাসের পর মাস জেলে আটকে ছিলেন। তাঁর মুক্তির আশা রইল না আর। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামে আইনজীবী সইফুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতারের নির্দেশ দিয়েছে চট্টগ্রামের আদালত।
আজ সোমবার পুলিশের করা এক আবেদনের শুনানি শেষে চট্টগ্রামের নিম্ন আদালতের বিচারক ফের চিন্ময় প্রভুকে গ্রেফতারের নির্দেশ দেন। এদিকে, সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট যে চিন্ময় দাসকে জামিন দিয়েছিল, তা স্থগিত করতে চেয়ে সে দেশের সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানো হয়েছে।
গত ৩০ এপ্রিল চিন্ময় কৃষ্ণ দাসকে এই মামলায় জামিন দিয়েছিল হাইকোর্ট। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত বছরের ২৬ নভেম্বর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তাঁর জামিনের শুনানির সময় আদালত চত্বরে ব্যাপক অশান্তি চলে। ওইদিনই চট্টগ্রামের আদালতে চলা সংঘর্ষে সইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত হন, অন্তত ২০ জন আহত হয়েছেন।
আদালতের এই নির্দেশে একাধিক প্রশ্ন উঠেছে। এতদিন জেলবন্দি থাকার পরও কেন ওই পুরনো মামলায় গ্রেফতার দেখানো হল না চিন্ময় কৃষ্ণ কে? প্রশ্ন উঠেছে হাইকোর্টে জামিন পাওয়ার পরই কী করে এত সক্রিয় হয়ে উঠল প্রশাসন? সে সব প্রশ্নের কোনও উত্তর ইউনূস প্রশাসনের কাছে।

