Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রক্তগঙ্গা বইছে কাবুল বিমানবন্দরে, জোড়া বিস্ফোরণে বাড়ছে মৃত্যুমিছিল, শামিল শিশুও

প্রাথমিকভাবে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের কথা স্বীকার করা হয়েছে পেন্টাগনের পক্ষ থেকেও।

রক্তগঙ্গা বইছে কাবুল বিমানবন্দরে, জোড়া বিস্ফোরণে বাড়ছে মৃত্যুমিছিল, শামিল শিশুও
জোড়া বিস্ফোরণে কাঁপল কাবুল
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2021 | 11:31 PM

কাবুল: বিদেশি নাগরিকদের উদ্ধারকাজ চলছিল। সেই সময়ই আচমকা বিকট শব্দে কেঁপে উঠল কাবুল বিমানবন্দর চত্বর। মার্কিন সেনাবাহিনী সূত্রে খবর, কাবুল বিমানবন্দরের বাইরেই বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের কথা স্বীকার করা হয়েছে পেন্টাগনের পক্ষ থেকেও। যদিও বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল তা এখনও পরিষ্কার নয়। তবে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা ইতিমধ্যেই করা হচ্ছে। বিমানবন্দরের বাইরে বর্তমানে গুলির লড়াই চলছে। সূত্রের খবর, ইতিমধ্য়েই ৪০ জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে। যাদের মধ্যে এক শিশুও শামিল। খবর মিলেছে রয়টার্স সূত্রে এরই মধ্যে দ্বিতীয় বিস্ফোরণেরও খবরও মিলতে শুরু করেছে।

বিস্ফোরণ পরবর্তী চিত্র

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি একটি টুইট করে জানিয়েছেন, “কাবুল বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণের তথ্য আমরা নিশ্চিত করতে পারছি। এই মুহূর্তে হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।”

অন্যদিকে, বিস্ফোরণটিকে আত্মঘাতী বলে মনে করা হচ্ছে কারণ মার্কিন গোয়ন্দা বিভাগের কাছে এই ধরনের হামলার খবর আগে থেকেই ছিল। সূত্রের খবর, কমপক্ষে তিনজন মার্কিন সেনা এই বিস্ফোরণে আহত হয়েছেন। কমপক্ষে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে। বিমানবন্দরের বাইরে একটি হোটেলের সামনে বিস্ফোরণটি ঘটে বলে জানাচ্ছে সূত্র। সেই হোটেলেই কয়েকশো মার্কিন ও ব্রিটিশ সেনা সদস্য এবং আধিকারিকরাও ছিলেন। ফলে তালিবান ইচ্ছাকৃতভাবে আমেরিকান সেনাকে নিশানায় নিয়ে এই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে খবর, হামলার চালানোর নেপথ্যে দুই ব্যক্তি ছিল। বিধ্বংসী বিস্ফোরণে একজন নিজেই আত্মঘাতী হয়, আরেকজন এলোপাথারি গুলি চালাতে থাকে। আপতত কাউকে বিমানবন্দরের আশেপাশে ঘেঁষতে মানা করা হয়েছে। গত কয়েকদিন ধরে আমেরিকা, ব্রিটেন-সহ আরও একাধিক দেশ যে উদ্ধারকার্য চালাচ্ছে, তাতে বাধা দিতেই এহেন নাশকতার ছক তালিবান কষেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রথম বিস্ফোরণের ভয়াবহতা কাটার কয়েক মিনিটের মধ্যেই আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর। ওই একই হোটেলের সামনেই দ্বিতীয় বিস্ফোরণ হয়েছে বলে দাবি করা হচ্ছে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে। অন্যদিকে, একাধিক বিস্ফোরণের ঘটনার পরই জরুরি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অন্যদিকে, তালিবানের পক্ষ থেকে ৪০ জনের মৃত্য়ুর কথা স্বীকার করা হয়েছে। প্রাথমিকভাবে এই বিস্ফোরণের পিছনে জঙ্গি গোষ্ঠী আইএস-এর হাত রয়েছে বলে জানা যাচ্ছে। তালিবানের তরফেও সেদিকেই ইঙ্গিত করা হয়েছে। এই বিস্ফোরণে তালিবানি জঙ্গিরাও আহত হয়েছে বলে দাবি করা হয়েছে তালিবানের পক্ষ থেকে।

আরও পড়ুন: ‘কথা রাখেনি তালিবান’, আফগান পরিস্থিতি নিয়ে বিরোধীদের পুঙ্খানুপুঙ্খ তথ্য জানাল কেন্দ্র

'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
'১৪০ কোটি ভারতবাসী চায় আসিম মুনিরের মাথা', বিস্ফোরক অগ্নিমিত্রা
'১৪০ কোটি ভারতবাসী চায় আসিম মুনিরের মাথা', বিস্ফোরক অগ্নিমিত্রা
'বাড়িতে ঢুকে মেরে আসা দেখিয়েছেন মোদীজি', বিস্ফোরক অগ্নিমিত্রা
'বাড়িতে ঢুকে মেরে আসা দেখিয়েছেন মোদীজি', বিস্ফোরক অগ্নিমিত্রা
'সব তৈরি', এক রাত আগে বাতিল হল কাশ্মীর ট্যুর
'সব তৈরি', এক রাত আগে বাতিল হল কাশ্মীর ট্যুর
হিন্দু নয়, তাও কেন মারল বিদেশি পর্যটকদের, জানুন
হিন্দু নয়, তাও কেন মারল বিদেশি পর্যটকদের, জানুন
'আর জি কর যেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও হবে'
'আর জি কর যেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও হবে'