AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: অনাথ হবে বাংলাদেশ? ইউনূস পালালে কে চালাবে দেশ?

Muhammad Yunus: জল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন আগে থেকেই। নির্বাচন নিয়ে চাপও বাড়ছিল অন্তর্বর্তী সরকারের উপরে। এরই মাঝে গতকাল সকাল থেকেই বাংলাদেশে রটে যায় যে মহম্মদ ইউনূস ইস্তফা দিতে চান। 

Bangladesh: অনাথ হবে বাংলাদেশ? ইউনূস পালালে কে চালাবে দেশ?
মহম্মদ ইউনূস।Image Credit: PTI
| Updated on: May 23, 2025 | 1:06 PM
Share

ঢাকা: আবার অরাজকতা শুরু হবে বাংলাদেশে? ওপার বাংলায় জোর জল্পনা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ ছাড়তে পারেন মহম্মদ ইউনূস। বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনের যারা মহম্মদ ইউনূসকে বাংলাদেশের প্রধানের পদে বসিয়েছিলেন, তার অন্যতম মুখ নাহিদ ইসলাম তড়িঘড়ি মহম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনিই বেরিয়ে এসে বলেন, পদত্যাগের বিষয়ে ভাবছেন মহম্মদ ইউনূস।

জল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন আগে থেকেই। নির্বাচন নিয়ে চাপও বাড়ছিল অন্তর্বর্তী সরকারের উপরে। এরই মাঝে গতকাল সকাল থেকেই বাংলাদেশে রটে যায় যে মহম্মদ ইউনূস ইস্তফা দিতে চান। বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে হঠাৎ আলাদাভাবে আলোচনায় বসেন ইউনূস। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাকি উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন। যদি দেশের সংস্কারই না করতে পারেন, তবে প্রধান উপদেষ্টার পদে থেকে লাভ কী, এ কথাও বলেন।

এরপরই সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ইউনূসের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবন যমুনায় যান। সেখানে দীর্ঘক্ষণ বৈঠকের পর বেরিয়ে নাহিদ বলেন, পদত্যাগের কথা ভাবছেন মহম্মদ ইউনূস।

ইউনূস ইস্তফা দিলে বাংলাদেশ সামলাবে কে?

দেশে কোনও নির্বাচিত সরকার নেই। অন্তর্বর্তী সরকার দিয়েই বিগত এক বছর দেশ চলছে। সেই সরকারের প্রধানও পদ ছাড়তে চান। তাহলে বাংলাদেশ কি ফের অনাথ হয়ে যাবে? দেশ সামলাবে কে? উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন, সেই একাধিক সূত্রের খবর, আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করার কথা বলেছেন মহম্মদ ইউনূস। তিনি কোনওভাবে আর সরকারে থাকতে চান না।

অন্যদিকে, বাংলাদেশের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে যে ইউনূস ইস্তফা দিলে বাংলাদেশে সেনার শাসন শুরু হতে পারে। জাতীয় নির্বাচনের আয়োজন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনের দায়িত্বে সেনাবাহিনী থাকতে পারে। তবে এটা হলে বাংলাদেশে ফের বড় আকারের আন্দোলন হওয়ার সম্ভাবনা। হাসিনার আমলে কোটা সংস্কার আন্দোলনের সময় সেনাকেই আন্দোলনকারী ছাত্রদের উপরে গুলি চালানো, অত্যাচার করার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। তাই এক বছরের মধ্যেই সেই সেনারই শাসনে থাকতে চাইবে না বাংলাদেশ। সেক্ষেত্রে চরম বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা।

এবার শেষ পর্যন্ত মহম্মদ ইউনূস ইস্তফা দেন কি না, তা বলবে সময়। আর ইউনূস ইস্তফা দিলে নতুন অন্তর্বর্তী সরকার গঠন হবে নাকি সেনা দেশ শাসন করবে, তাও তখনই জানা যাবে।