Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মহিলাদের পোশাকের জন্যই ধর্ষণ বাড়ছে, পুরুষরা তো রোবট নয়: পাক প্রধানমন্ত্রী

১ মাস আগেও পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণের কারণ হিসেবে অশালীনতাকে দায়ী করেছিলেন ইমরান।

মহিলাদের পোশাকের জন্যই ধর্ষণ বাড়ছে, পুরুষরা তো রোবট নয়: পাক প্রধানমন্ত্রী
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 21, 2021 | 6:52 PM

ইসলামাবাদ: বিতর্কে পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan), কারণ ধর্ষণ নিয়ে তাঁর মন্তব্য। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান জানিয়েছেন, পাকিস্তানে ধর্ষণ বাড়ার কারণ মহিলাদের পোশাক। তাঁর দাবি, ‘মহিলারা স্বল্প পোশাক পরে ঘুরে বেড়ালে পুরুষদের ওপর প্রভাব পড়ে। পুরুষরা তো রোবট নয়। এটা কমন সেন্সের বিষয়।’ আর পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে দেশে-বিদেশে সমালোচনার ঝড় উঠেছে।

১ মাস আগেও পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণের কারণ হিসেবে অশালীনতাকে দায়ী করেছিলেন ইমরান। তখন নেট মাধ্যমে ইমরানের সেই বক্তব্যের প্রেক্ষিতে ক্ষমাপ্রার্থনার দাবি উঠেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইমরান আরও বলেন, “বাসনা সংবরণের জন্যই পর্দা প্রথা চালু হয়েছিল। কিন্তু অনেকেই তা পারেন না।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই উত্তাল সোশ্যাল মিডিয়া। একের পর এক টুইট আছড়ে পড়েছে।

সেগুলি নিয়ে মোটেই ভাবিত নন তিনি। পাক সরকারের তরফে ডঃ আরসালান খালিদ জানিয়েছেন, কয়েকটি সিলেক্টিভ টুইট হয়েছে যা প্রাসঙ্গিক নয়। উল্লেখ্য, পাকিস্তানে প্রতি ২৪ ঘণ্টায় ১১টি ধর্ষণের ঘটনা জমা পড়ে। গত ৬ বছরে ২২ হাজার ধর্ষণের মামলা জমা পড়েছে পুলিশের কাছে। গত বছর ডিসেম্বর মাসে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি ধর্ষণ দমন অর্ডিন্যান্সে অনুমোদন দিয়েছেন। যেখানে শিশু ও মহিলার যৌন হেনস্তার মামলা ৪ মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ রয়েছে।

আরও পড়ুন: নিত্য নতুন ভ্যারিয়েন্টে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনা, সত্যিই কি প্রয়োজন কোভিড বুস্টারের?