AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Pakistan: এদিক-ওদিক নয়, এবার সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই অ্যাকশন নিল ভারত

Shehbaz Sharif Youtube Channel: পাক প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করা সর্বাধিক হাই প্রোফাইলগুলির মধ্যে অন্যতম। এর আগে পাক অর্থমন্ত্রী খাজা আসিফ এবং পাকিস্তানি প্রচার শাখা আইএসপিআর-এর ইউটিউব চ্যানেল ব্লক করেছিল।

India vs Pakistan: এদিক-ওদিক নয়, এবার সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই অ্যাকশন নিল ভারত
| Updated on: May 02, 2025 | 8:09 PM
Share

ঘুরিয়ে ফিরিয়ে নয়, এবার সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই অ্যাকশনে ভারত। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর চলমান উত্তেজনার প্রেক্ষিতে।

ব্লক করা চ্যানেলে লেখা রয়েছে, “এই কনটেন্টটি বর্তমানে এই দেশে উপলব্ধ নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা আইনশৃঙ্খলার কারণে সরকারের আদেশে সরানো হয়েছে। সরকারের কনটেন্ট অপসারণ সংক্রান্ত অনুরোধ সম্পর্কে আরও জানতে Google Transparency Report দেখুন।”

পাক প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করা সর্বাধিক হাই প্রোফাইলগুলির মধ্যে অন্যতম। এর আগে পাক অর্থমন্ত্রী খাজা আসিফ এবং পাকিস্তানি প্রচার শাখা আইএসপিআর-এর ইউটিউব চ্যানেল ব্লক করেছিল।

প্রসঙ্গত, সরকার এই সপ্তাহেই ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করেছে। অভিযোগ ছিল সেগুলি ভারতের বিরুদ্ধে “ভুয়ো, উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কনটেন্ট” সম্প্রচার করছিল। একইসঙ্গে সরকার BBC-র রিপোর্টিং সম্পর্কেও আপত্তি তুলেছে, যেখানে পহেলগাঁও হামলা নিয়ে বিতর্কিত ভাষা ব্যবহার করা হয়েছে।

এর আগে যে সব পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছে সেগুলি হল Dawn News, Irshad Bhatti, SAMAA TV, ARY NEWS, BOL NEWS, Raftar, The Pakistan Reference, Geo News, Samaa Sports, GNN, Uzair Cricket, Umar Cheema Exclusive, Asma Shirazi, Muneeb Farooq, SUNO News এবং Razi Naama।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে এই চ্যানেল ব্লক করার নির্দেশ হয় বলে খবর সূত্রে। আসলে পাকিস্তানের সঙ্গে অশান্তির আবহে ভারত বিরোধী ভুয়ো খবর যাতে ছড়াতে না পারে সেই কারণেই এই পদক্ষেপ বলে খবর। এই পদক্ষেপকে কেন্দ্র করে ভারত সরকারের তরফে জাতীয় নিরাপত্তা বজায় রাখার কড়া মনোভাব স্পষ্ট হয়েছে।