AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan: নিজেদের জালে নিজেরাই ফাঁসছে পাকিস্তান! পাক মন্ত্রীর ‘কনফেশন’ তুলেই রাষ্ট্রপুঞ্জে ধুয়ে দিল ভারত

India-Pakistan: ভারতের প্রতিনিধি যোজনা পটেল বলেন, "একটি দেশ যেভাবে ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে, যেভাবে এই ফোরামটার অপব্যবহার করছে, তা অত্যন্ত দুঃখজনক।"

India-Pakistan: নিজেদের জালে নিজেরাই ফাঁসছে পাকিস্তান! পাক মন্ত্রীর 'কনফেশন' তুলেই রাষ্ট্রপুঞ্জে ধুয়ে দিল ভারত
রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে জবাব প্রতিনিধি যোজনা পটেলেরImage Credit: Getty Image
| Updated on: Apr 29, 2025 | 10:13 AM
Share

রাষ্ট্রপুঞ্জ: পহেলগাঁও জঙ্গি হামলার জবাব যে ভারত দেবে, এতক্ষণে সেই বার্তা পৌঁছে গিয়েছে ইসলামাবাদে। পাক প্রতিরক্ষামন্ত্রীর কথায় ইঙ্গিত মিলেছে, ভারতের ভয়ে সে দেশের সেনাবাহিনীকে তৈরিও রাখা হচ্ছে। আর এবার জঙ্গি হামলা গিয়ে রাষ্ট্রপুঞ্জে সরাসরি পাকিস্তানকে জবাব দিল ভারত। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পাকিস্তানের ‘সন্ত্রাস-প্রীতি’।

সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এক সাক্ষাৎকারে কার্যত স্বীকার করে নিয়েছেন যে, গত তিন দশক ধরে জঙ্গিদের সমর্থন জোগাচ্ছে, প্রশিক্ষণও দিচ্ছে পাকিস্তান। তবে এই কাজের দায় আমেরিকার দিকে ঠেলেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘আমেরিকার জন্য তিন দশক ধরে আমরা এই নোংরা কাজ করে চলেছি।’ আর সেই স্বীকারোক্তি নিয়েই ইসলামাবাদকে সরাসরি তোপ দাগল ভারত।

রাষ্ট্রপুঞ্জের বিশেষ উদ্যোগ ‘ভিকটিমস অব টেররিজম অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক’ শুরু হল সম্প্রতি। আর সেই সভাতেই ভারতের প্রতিনিধি যোজনা পটেল বলেন, “একটি দেশ যেভাবে ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে, যেভাবে এই ফোরামটার অপব্যবহার করছে, তা অত্যন্ত দুঃখজনক।”

পাক প্রতিরক্ষামন্ত্রীর সেই বয়ান উল্লেখ করে ভারতীয় কূটনীতিক বলেন, “এই স্বীকারোক্তি শুনে কেউ এতটুকু অবাক হয়নি। আর এই বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে যায় যে, কীভাবে সন্ত্রাস আর অস্থিরতা তৈরিতে মদত দিয়ে চলেছে পাকিস্তান। গোটা বিশ্ব এসব দেখে চোখ বন্ধ করে থাকতে পারে না।”

পহেলগাঁওতে জঙ্গি হামলার পর যেভাবে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা পাশে থাকার বার্তা দিয়েছেন, তাকে স্বাগত জানিয়ে ভারতের প্রতিনিধি বলেন, এর থেকেই প্রমাণ হয় যে কেউই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না।

একইসঙ্গে যোজনা পটেল উল্লেখ করেছেন, বারবার সন্ত্রাসবাদের শিকার হতে হতে ভারত জানে যে এর প্রভাব কতটা পড়ে। যারা হামলার শিকার হয়, তাদের পরিবারের উপরেও দীর্ঘ প্রভাব পড়ে বলে উল্লেখ করেছেন তিনি। এই প্রসঙ্গে ২৬/১১-র মুম্বই হামলার কথাও মনে করিয়ে দিয়েছেন ওই প্রতিনিধি।