Joint Military Exercise: শুরু হল ভারত ও ব্রিটেন সেনার যৌথ মহড়া
UK and India: ২০২১ সালের অক্টোবর মাসে উত্তরাখণ্ডের চৌবাটিয়ায় আয়োজিত হয়েছিল ভারত ও ব্রিটেন সেনার যৌথ মহড়া। এ বছর তা হচ্ছে ব্রিটেনে। ভারতীয় সেনার বিহার রেজিমেন্ট ও ব্রিটেনের রয়্যাল গোর্খা রাইফেলসের জওয়ানরা অংশ নিয়েছে এই মহড়ায়।
লন্ডন: ভারত ও ব্রিটেনের সেনা বাহিনীর যৌথ মহড়া শুরু হল বৃহস্পতিবার। ব্রিটেনের সালিসবুরি প্লেনে শুরু হয়েছে এই মহড়া। এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘অজেয় ওয়ারির ২০২৩’। আগামী ১১ মে পর্যন্ত চলবে এই দুই দেশের সেনাবাহিনীর যৌথ মহড়া। দুই দেশের যৌথ মহড়ার এটি সপ্তম এডিশন। এক বার ভারতে, পরের বার ব্রিটেনে আয়োজিত হয় এই যৌথ মহড়া। ২০২১ সালের অক্টোবর মাসে উত্তরাখণ্ডের চৌবাটিয়ায় আয়োজিত হয়েছিল ভারত ও ব্রিটেন সেনার যৌথ মহড়া। এ বছর তা হচ্ছে ব্রিটেনে। ভারতীয় সেনার বিহার রেজিমেন্ট ও ব্রিটেনের রয়্যাল গোর্খা রাইফেলসের জওয়ানরা অংশ নিয়েছে এই মহড়ায়। ভারতীয় বায়ুসেনার সি-১৯ যুদ্ধবিমানে করে অস্ত্রসস্ত্র এবং মহড়ার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ২৬ এপ্রিল ব্রিটেনে গিয়েছে ভারতীয় সেনার জওয়ানরা।
ভারত ও ব্রিটেন- দুই দেশের সেনার মধ্যে সম্পর্ককে মজবুত করতে ও বোঝাপড়া বাড়াতে এই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। এ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, “দুদেশের সেনার মধ্যে ইতিবাচক সম্পর্ক, সেনা বাহিনীর অত্যাধুনিক বিষয়ে জ্ঞানের আদান প্রদান এবং যৌথ অপারেশনের জন্য দুই দেশের সেনার মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে এই মহড়া চালানো হচ্ছে।”
এই মহড়া চলাকালীন দুই দেশের সেনা বিভিন্ন মিশন করবে। নিজেদের অস্ত্র পরীক্ষা করবে। দুই দেশের সেনা শত্রু দমনের জন্য কৌশলের আদানপ্রদান করবে। এই সেনা মহড়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককেও মজবুত করবে বলে মত বিশেষজ্ঞদের।