Illicit Affair: খ্রিস্টমাস পার্টিতে নেশা করে একে অন্যের বৌয়ের সঙ্গে গ্রুপ সেক্স কর্মীদের!

Christmas Party: প্রাক্তন ওই কর্মীর অভিযোগ, ২০২২ সালের খ্রিস্টমাস পার্টিতে গ্রুপ সেক্স করতে বাধ্য করা হয়। গোটা ঘটনার মূল মাথা ছিলেন ওই রেস্তোরাঁ চেইনের দায়িত্বে থাকা কর্তারাই। এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতেই তাঁর সঙ্গে কর্মক্ষেত্রে এমন পরিবেশ তৈরি করা হয় যে তিনি ইস্তফা দিতে বাধ্য হন।

Illicit Affair: খ্রিস্টমাস পার্টিতে নেশা করে একে অন্যের বৌয়ের সঙ্গে গ্রুপ সেক্স কর্মীদের!
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2023 | 5:36 PM

ক্যালিফোর্নিয়া: আমাদের যেমন সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, তেমনই বিদেশে সবথেকে বড় উৎসব হল খ্রিস্টমাস। বহু অফিসেই আবার খ্রিস্টমাস উপলক্ষে বিশেষ পার্টিও রাখা হয়। এমনই এক অফিস পার্টিতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল এক কর্মীর। পার্টিতে ছিল অঢেল খাবার-দাবার। তার সঙ্গে ছিল মদও। আর তারপরই শুরু হল আসল খেলা। সিসিটিভি ও জানালার কাচ গিফট মোড়ানোর র‌্যাপিং পেপার দিয়ে ঢেকে চলত গ্রুপ সেক্স। চাকরি ছাড়ার পর ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করে নেন ওই কর্মী।

আন্তর্জাতিক ফুড চেইনের এক প্রাক্তন কর্মী সম্প্রতিই সংস্থার বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেন, রেস্তোরাঁয় খ্রিস্টমাস পার্টিতে কর্মীদের সম্মিলিতভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হয়। এই বিষয় নিয়ে অভিযোগ করতেই তাঁকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে।

লস অ্য়াঞ্জেলস কাউন্টি আদালতে গত ১৫ নভেম্বর এই মামলা দায়ের হয়। প্রাক্তন ওই কর্মীর অভিযোগ, ২০২২ সালের খ্রিস্টমাস পার্টিতে গ্রুপ সেক্স করতে বাধ্য করা হয়। গোটা ঘটনার মূল মাথা ছিলেন ওই রেস্তোরাঁ চেইনের দায়িত্বে থাকা কর্তারাই। এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতেই তাঁর সঙ্গে কর্মক্ষেত্রে এমন পরিবেশ তৈরি করা হয় যে তিনি ইস্তফা দিতে বাধ্য হন। মামলায় তিনি ওই রেস্তোরাঁ চেইনের কাছে ক্ষতিপূরণের দাবি করেন।

মামলাকারীর অভিযোগ, ২০২২ সালের ১৮ ডিসেম্বর খ্রিস্টমাস পার্টির আয়োজন করা হয়েছিল। রেস্তোরাঁর বস সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পার্টিতে প্রথমে জমিয়ে খাওয়া-দাওয়া হয়, কিন্তু তারপরই সহকর্মীরা যে কাণ্ড শুরু করেন, তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায়। ঘরে ঢুকে দেখেন, এক কর্মী অপর আরেক কর্মীর স্ত্রীর সঙ্গে যৌনতায় লিপ্ত। ওই দৃশ্য দেখেই তিনি বাইরের ঘরে বেরিয়ে আসেন। সেখানে এসে আরও ভয়ঙ্কর সব দৃশ্য দেখেন। সহকর্মীরা লবিতেই নানা ভঙ্গিমায় যৌন ক্রিয়ায় ব্যস্ত ছিলেন। তাদের মদ পরিবেশন করছিলেন বস। বাইরে থেকে যাতে কেউ দেখতে না পান, তার জন্য গিফট মোড়ানোর র‌্যাপিং পেপার দিয়ে কাচ ও সিসিটিভি ঢেকে রেখেছিলেন।

এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করাতেই সহকর্মীরা তাঁর সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করে। এমনকী, তাঁর গাড়ির কাচও ভেঙে দেওয়া হয়।