Iran on India-Pakistan: ‘ভ্রাতৃসম দেশ’, ভারত-পাকিস্তান সংঘাতে মধ্যস্থতার বার্তা ইরানের
Iran on India-Pakistan: ইরানের মন্ত্রী এক্স মাধ্যমে লিখেছেন, 'ভারত ও পাকিস্তান- ইরানের দুই ভ্রাতৃসম দেশ।' সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের সঙ্গে যে শতবর্ষ পুরনো সম্পর্ক, সে কথাও উল্লেখ করেন তিনি।

ইরান: পহেলগাঁওয়ের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, তখন মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান। ভারত ও পাকিস্তান- দুই দেশকেই ভ্রাতৃসম প্রতিবেশী বলে উল্লেখ করে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আশ্বাস দেন, তেহরান সবসময়ই এই দুই দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
ইরানের মন্ত্রী এক্স মাধ্যমে লিখেছেন, ‘ভারত ও পাকিস্তান- ইরানের দুই ভ্রাতৃসম দেশ।’ সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের সঙ্গে যে শতবর্ষ পুরনো সম্পর্ক, সে কথাও উল্লেখ করেন তিনি। মন্ত্রী আরও লিখেছেন, “অন্যান্য দেশের মতোই এই প্রতিবেশী দেশের মতোই ভারত ও পাকিস্তানকে বিশেষ গুরুত্ব দেয় ইরান। এই কঠিন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সমস্যার সমাধান করতে আমরা প্রস্তুত।”
পার্সি কবি সাদীর কবিতা পোস্ট করে মানবতা ও সৌহার্দ্যের বার্তাও দিয়েছেন ইরানের মন্ত্রী।
পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেই হামলায় পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ দায় স্বীকার করেছে। এরপর থেকেই নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। সিন্ধু চুক্তি স্থগিত করে কড়া বার্তা দিয়েছে নয়া দিল্লি। বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত।
এদিকে, এই পরিস্থিতিতে ভারতে পাশে দাঁড়িয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পহেলগাঁওয়ের জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। জঙ্গি নিধন অভিযানে ভারতের পাশে থাকার বার্তাও দিয়েছে আমেরিকা।
