Imran Khan: জেলের ভিতরেই কি খুন হয়েছেন ইমরান? অবশেষে সামনে এল সত্যিটা…

Imran Khan Death Rumours: বিগত দুইদিন ধরেই পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে তুমুল বিক্ষোভ চলছে।  ইমরানের তিন বোন, নরিন খান, আলিমা খান ও উজমা খান দেখা করতে গিয়েছিলেন। তাদের দেখা করতে দেওয়া হয়নি।

Imran Khan: জেলের ভিতরেই কি খুন হয়েছেন ইমরান? অবশেষে সামনে এল সত্যিটা...
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।Image Credit source: Parker Song-Pool/Getty Images

|

Nov 27, 2025 | 11:25 AM

ইসলামাবাদ: খুন হয়েছেন ইমরান খান (Imran Khan)? কোথায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী? তাঁর স্বাস্থ্য নিয়ে তৈরি হয়েছে আশঙ্কার মেঘ। ইতিমধ্যেই পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, ইমরান খানকে হয়তো জেলের ভিতরেই খুন করা হয়েছে। বিক্ষোভ-আন্দোলনের পর অবশেষে মুখ খুলল জেল কর্তৃপক্ষ। কেমন আছেন ইমরান?

বিগত দুইদিন ধরেই পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে তুমুল বিক্ষোভ চলছে।  ইমরানের তিন বোন, নরিন খান, আলিমা খান ও উজমা খান দেখা করতে গিয়েছিলেন। তাদের দেখা করতে দেওয়া হয়নি। অভিযোগ, বিগত তিন সপ্তাহ ধরেই ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। জেলের ভিতরেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

হাজারো বিতর্কের মাঝে এবার আদিয়ালা জেল কর্তৃপক্ষের তরফে জানানো হল যে জেলেই রয়েছেন ইমরান খান। প্রাক্তন প্রধানমন্ত্রী সুস্থই রয়েছেন। ইমরানের মৃত্যু নিয়ে যে জল্পনা রটেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। এমনটাই খবর জিও নিউজ সূত্রে।

জেলের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “আদিয়ালা জেল থেকে ইমরান খানকে স্থানান্তরিত করার খবরে কোনও সত্যতা নেই। জেলে সম্পূর্ণ সুস্থ রয়েছেন ইমরান।”

প্রসঙ্গত, ২০২২ সালে দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় ইমরান খানকে। ২০২৩ সাল থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান। পরিবারের অভিযোগ, জেলে অমানবিক অত্যাচার করা হচ্ছে তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধানের উপরে। পরিবারের কারোর সঙ্গে দেখাও করতে দেওয়া হচ্ছে না। এর আগেও একাধিকবার ইমরান খানের মৃত্যুর খবর রটেছিল। গত বছরও এই সময়ে খবর রটেছিল যে জেলের ভিতরে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ইমরানের। সেই সময়ও জল্পনা উড়িয়ে দেওয়া হয়।