AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tarique Rahaman: ‘রহস্যজনক’ কাগজ সেঁটে দিল গাড়িতে! তারেক রহমানকে টার্গেট করা হচ্ছে বাংলাদেশে ভোটের আগে?

Bangladesh Election 2026: ধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে বাইকে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দ্রুত পালিয়ে যান। কাগজে কিছু লেখা ছিল না। বাইকটি ছিল সাদা রঙের হিরো হাঙ্ক।

Tarique Rahaman: 'রহস্যজনক' কাগজ সেঁটে দিল গাড়িতে! তারেক রহমানকে টার্গেট করা হচ্ছে বাংলাদেশে ভোটের আগে?
তারেক রহমান। ফাইল ছবি।Image Credit: X
| Updated on: Jan 19, 2026 | 9:59 AM
Share

ঢাকা: মাস পেরোলেই বাংলাদেশে জাতীয় নির্বাচন। তার আগেই হইচই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে। প্রশ্নের মুখে তাঁর নিরাপত্তা। ভোটের আগেই কি বড়সড় ষড়যন্ত্র করা হচ্ছে খালেদা-পুত্রের বিরুদ্ধে? এই সব প্রশ্নই উঠছে তারেক রহমানের গাড়িতে লাগানো রহস্যজনক এক কাগজ-কে কেন্দ্র করে।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার রাতে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কনভয়ে ঢুকে পড়ে একটি বাইক। বেছে বেছে তারেক রহমান যে বুলেট-প্রুফ গাড়িতে ছিলেন, সেই গাড়িতেই রহস্যময় একটি কাগজ সেঁটে দিয়ে পালিয়ে যায়। বিষয়টি সামনে আসতেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত ওই বাইক আরোহীকে শনাক্ত করা যায়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে বাইকে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দ্রুত পালিয়ে যান। কাগজে কিছু লেখা ছিল না। বাইকটি ছিল সাদা রঙের হিরো হাঙ্ক।

পুলিশ জানায়, ঘটনার সময় কনভয়ের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। বিএনপির পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের না করায়, পুলিশই স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিন্তু ওই ভিডিয়ো স্পষ্ট না হওয়ায়, অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছে না। কী উদ্দেশে কাগজ সাঁটানো হয়েছিল তারেক রহমানের গাড়িতে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। তারেক রহমানকে কি কোনও বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল নাকি কোন গাড়িতে তারেক রয়েছেন, তা চিহ্নিত করার জন্য কাগজ লাগানো হয়েছিল। তারেকের উপরে প্রাণঘাতী হামলার ছক ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ১৭ বছর পর ইংল্যান্ডে স্বেচ্ছা-নির্বাসনে থাকার পর,  ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসেন তারেক রহমান। পাঁচদিনের মাথায়, ৩০ ডিসেম্বর বিএনপি নেত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পর তারেক রহমানের উপরেই দলের দায়িত্বভার দেওয়া হয়েছে।