Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৬ জন, চলল পরপর গুলি! সুপারমার্কেটে হামলা আইসিস অনুপ্রেরিত জঙ্গির

ওই হামলাকারীর উপরে আগে থেকেই সন্দেহ থাকলেও তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না বলে জানা গিয়েছে।

রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৬ জন, চলল পরপর গুলি! সুপারমার্কেটে হামলা আইসিস অনুপ্রেরিত জঙ্গির
সুপারমার্কেট ছেড়ে পালাচ্ছেন সকলে।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2021 | 1:05 PM

অকল্যান্ড: তালিবানরা আফগানিস্তান দখল করতেই কি ফের সক্রিয় উঠছে আইসিস বাহিনী? কাবুল বিমানবন্দরে আইসিস-কে’র হামলার পর এবার নিউজিল্যান্ডে এক ব্যক্তি সুপার মার্কেটে হামলা চালাল। ছুরির আঘাতে কমপক্ষে  ছয়জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হলেও ওই ব্যক্তি না থামায় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তি আইসিসের চিন্তাধারায় অনুপ্রাণিত হয়েই হামলা চালিয়েছিলেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানান, ওকল্যান্ডের একটি সুপার মার্কেটে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায়। সেখানে উপস্থিত ছয়জন গ্রাহককে পরপর ছুরি দিয়ে কোপান। এরপরই বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। ওই আক্রমণকারী আদতে শ্রীলঙ্কার বাসিন্দা। বিগত ১০ বছর ধরেই তিনি নিউজিল্যান্ডে বসবাস করছিলেন। ইসলামিক স্টেট বা আইসিস গ্রুপের দ্বারা অনুপ্রাণিত হয়েই তিনি এ দিন সকালে হামলা চালান বলে জানা গিয়েছে।

ওই আক্রমণকারীর পরিচয় জানানো না হলেও, রয়টার্স সূত্রে খবর বিগত পাঁচ বছর ধরেই ওই ব্যক্তির গতিবিধির উপর নজরদারি রাখা হচ্ছিল। তাঁর সন্দেহজনক গতিবিধির জেরেই এ দিন সকালেও পুলিশ ওই ব্যক্তিকে অনুসরণ করছিল দূর থেকে। অকল্যান্ডের নিউ লিন মার্কেটে প্রবেশ করায় মনে করা হয়েছিল যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই তিনি সুপার মার্কেটে এসেছেন।

কিন্তু আচমকাই ওই ব্য়ক্তি ব্যাগ থেকে একটি লম্বা ছুরি বের করেন এবং সামনে যাকেই পান, তাকে ছুরির কোপ মারেন। ঘটনার জেরে হুলুস্থূল পড়ে যান মার্কেটের ভিতরে। পুলিশের তরফে প্রথমে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হলেও ওই ব্যক্তি না শোনায়  তাঁকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ।

পুলিশ কমিশনার অ্যান্ড্রু কোস্টার সাংবাদিক বৈঠক করে বলেন, ” ওই ব্যক্তির উপর নজর রাখার আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। এমনকি হামলার ৬০ সেকেন্ডের মধ্যেই আমরা ওই আক্রমণকারীকে খতম করে দিই। এতেই বোঝা যাচ্ছে আমরা কতটা তৎপর।” আপাতত আর হামলার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে পুলিশ।

এর আগে ২০১৯ সালে এক বন্দুকবাজ দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্য়া করার পর থেকেই আততায়ী হামলা নিয়ে সতর্ক নিউজিল্যান্ড প্রশাসন। ২০১৯ সালের ওই হামলার বদলা নিতেই এ দিনের হামলা চালানো হয়েছে কিনা, সে বিষয়ে প্রশ্ন করা হলে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, “এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে একজনই এই হামলার পিছবনে ছিল।”

হামলার পরে সুপারমার্কেট জুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োয় শোনা যায় এক মহিলা বলছেন “একজন ছুরি নিয়ে ঘুরছে। লোকজনকে ছুরি দিয়ে আঘাত করছে”। পরপর ছ’টি  গুলির শব্দ শোনার পরই সুপারমার্কেট ছেড়ে সকলকে চলে যেতে বলা হয়।

ওই হামলাকারীর উপরে আগে থেকেই সন্দেহ থাকলেও তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না বলে জানা গিয়েছে। অন্যদিকে, ছুরির আঘাতে আহত ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে তালিবানের ইউ-টার্ন! মুসলিম প্রীতিকে হাতিয়ার করে নাক গলানোর চেষ্টা?

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'