AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISKCON Temple: ‘দেবতার বিগ্রহকেও ছাড়ল না ওরা…’, রাতের অন্ধকারে কীভাবে পুড়িয়ে দেওয়া হল ইসকন মন্দির, ভয়ঙ্কর বর্ণনা দিলেন রাধারমণ দাস

Bangladesh Unrest: এ দিন রাধারমণ দাস এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, "বাংলাদেশের নামহট্টে আরেকটি ইসকন সেন্টার পুড়িয়ে দেওয়া হল। লক্ষ্মী নারায়ণের মূর্তি ও মন্দিরের অন্যান্য জিনিসও সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এই সেন্টারটি ঢাকায় অবস্থিত।"

ISKCON Temple: 'দেবতার বিগ্রহকেও ছাড়ল না ওরা...', রাতের অন্ধকারে কীভাবে পুড়িয়ে দেওয়া হল ইসকন মন্দির, ভয়ঙ্কর বর্ণনা দিলেন রাধারমণ দাস
ইসকনের মন্দির পুড়িয়ে দেওয়ার অভিযোগ রাধা রমণ দাসের।Image Credit: X
| Updated on: Dec 07, 2024 | 4:38 PM
Share

ঢাকা: বাংলাদেশে ফের আক্রান্ত ইসকন। এবার পুড়িয়ে দেওয়া হল ইসকনের নামহট্ট সেন্টার। এমনটাই অভিযোগ এনেছেন ইসকন কলকাতার সহ সভাপতি রাধারমণ দাস। এ দিন এক্স হ্যান্ডেল হামলার ছবি পোস্ট করেন তিনি।

অশান্ত বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা। একের পর এক বাড়িঘর, মন্দিরে ভাঙচুর, পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। ইসকনের বিভিন্ন মন্দিরেও হামলার অভিযোগ উঠেছে। এবার নামহট্ট সেন্টারে হামলার অভিযোগ আনলেন ইসকনের সন্ন্যাসী রাধারমণ দাস।

এ দিন রাধারমণ দাস এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, “বাংলাদেশের নামহট্টে আরেকটি ইসকন সেন্টার পুড়িয়ে দেওয়া হল। লক্ষ্মী নারায়ণের মূর্তি ও মন্দিরের অন্যান্য জিনিসও সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এই সেন্টারটি ঢাকায় অবস্থিত।”

তিনি লেখেন, “রাত ২টো-৩টে নাগাদ দুষ্কৃতীরা রাধাকৃষ্ণ মন্দির ও মহাভাগ্য লক্ষ্মী নারায়ণ মন্দিরে হামলা চালায়। মন্দিরের পিছনের অংশের টিনের ছাদ সরিয়ে পেট্রোল বা অক্টেন দিয়ে আগুন ধরিয়ে দেয়।”

এক্স পোস্টে তিনি মন্দিরের ঠিকানাও উল্লেখ করে দেন। এই বিষয়ে টিভি৯ বাংলার মুখোমুখি হয়ে ইসকনের সহ সভাপতি বলেন, “অনেকে দাবি করছেন যে হামলার ঘটনাগুলি নাকি মিথ্যা। তাই আমি ঠিকানাও উল্লেখ করে দিয়েছি যাতে তারা গিয়ে স্বচক্ষে দেখে আসতে পারেন।”

ইসকনের একের পর এক মন্দিরে হামলা নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “দেবতার বিগ্রহকেও ওরা ছাড়ল না। দেখুন কীভাবে পুড়িয়ে দিয়েছে।”