Israel-Hamas War: ইজরায়েলের সামরিক অভিযানের নাম কেন Sword of Iron operation?

Sword of Iron-এর বাংলা তর্জমা হল, লোহার তরবারি। বাইবেলে লোহার তরবারির উল্লেখ রয়েছে। ফলে ইজরায়েলের সামরিক অভিযানের এই নামটি শত্রুদের আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষা করা এবং বিজয় অর্জনের দৃঢ়তার প্রতীক বলা যায়।

Israel-Hamas War: ইজরায়েলের সামরিক অভিযানের নাম কেন Sword of Iron operation?
ইজরায়েল-হামাস যুদ্ধ। প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 2:26 PM

জেরুজালেম: অতর্কিতে ইজরায়েলের (Israel) উপর হামলা চালিয়েছে হামাস (Hamas) বাহিনী। পাল্টা সামরিক অভিযান চালিয়েছে ইজরায়েলও। ইজরায়েলের এই সামরিক অভিযানের নাম Sword of Iron operation, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, লোহার তরবারির অপারেশন। হামাস বাহিনীর বিরুদ্ধে ইজরায়েলের সামরিক অভিযানের এরকম নাম দেওয়ার কারণ নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। এই নামের বিশেষ তাৎপর্য রয়েছে বলা যায়।

হামাস বাহিনীর হামলার পরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডেকে বলেন, “আমরা এমন প্রতিশোধ নেব যা আমাদের শত্রু চিন্তাও করেনি।” এরপরই গাজায় বিমান হামলা, কামান ও ট্যাঙ্ক দিয়ে পাল্টা জবাব দেয় ইজরায়েলি সেনাবাহিনী। এই অভিযানের নাম ‘Sword of Iron operation; জানিয়ে নেতানিয়াহু সরকার বলে, এই অপারেশনের লক্ষ্য হল হামাস বাহিনীর সামরিক ক্ষমতা হ্রাস করা, ভবিষ্যতে হামলা প্রতিরোধ করা এবং ইজরায়েলের জনগণের শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধার করা।

Sword of Iron operation নামকরণ তাৎপর্যপূর্ণ

Sword of Iron-এর বাংলা তর্জমা হল, লোহার তরবারি। বাইবেলে লোহার তরবারির উল্লেখ রয়েছে। ফলে ইজরায়েলের সামরিক অভিযানের এই নামটি শত্রুদের আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষা করা এবং বিজয় অর্জনের দৃঢ়তার প্রতীক বলা যায়। আবার বাইবেলে মৃত্যুর দেবদূতের উল্লেখ রয়েছে এবং তাঁকে লোহার তরবারি বহনকারী হিসাবে বর্ণনা করা হয়েছে। এর থেকে বোঝা যায়, শত্রুদের কাছে ভয়ের বার্তা পাঠানোর উদ্দেশ্যও এই সামরিক অভিযানের এরকম নাম হতে পারে।

অপারেশনের নাম Sword of Iron রাখা হয়েছিল কেন?

বাইবেলের তাৎপর্য ছাড়াও লোহার তরবারি আদতে শক্তির প্রতীক। এছাড়া ক্ষমতা ও কর্তৃত্বেরও প্রতীক এচি। বাইবেলে আক্ষরিক এবং আলংকারিক উভয় অর্থেই লোহার তরবারি শব্দটি ব্যবহৃত হয়েছে। সেদিক থেকেও ইজরায়েল সরকার হামাসের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযানের নাম লোহার তরবারি ( Sword of Iron operation) দিয়ে থাকতে পারে।