Birds: হামাসের সঙ্গে যুদ্ধে নিহত বহু সেনাকর্মী, ঈগল, শকুন দিয়ে দেহ খুঁজছে ইজরায়েল
Gaza: মরা মানুষ, পশুর মাংস খেয়েই মূলত বেঁচে থাকে ঈগল, শকুন, বাজ পাখি। তাই ভাগাড়েই তাদের উড়তে দেখা যায়। এবার নিখোঁজ সেনাদের দেহ খুঁজতে এই সমস্ত পাখিদের হাতিয়ার করল ইজরায়েল। ইজরায়েলি বাহিনীর মানবসম্পদ শাখার ‘ইআইটিএএন’ নামের একটি দল পাখির মাধ্যমে মরদেহ খোঁজার বুদ্ধি দেয়।

তেল আভিভ: মরা মানুষ, পশুর মাংস খেয়েই মূলত বেঁচে থাকে ঈগল, শকুন, বাজ পাখি। তাই ভাগাড়েই তাদের উড়তে দেখা যায়। এবার নিখোঁজ সেনাদের দেহ খুঁজতে এই সমস্ত পাখিদের হাতিয়ার করল ইজরায়েল। হামাস বাহিনীর সঙ্গে চলা যুদ্ধে সাধারণ নাগরিকের পাশাপাশি বহু ইজরায়েলি সেনারও মৃত্যু হয়েছে। তাদের হদিশ পেতে এবার ট্র্যাকিং ডিভাইস লাগানো ঈগল, শকুন পাখিকে কাজে লাগাচ্ছে ইজরায়েল।
ঈগল, শকুনের মতো মাংসখেকো পাখি দিয়ে মরদেহ শনাক্ত করার কথা স্বীকার করে নিয়েছেন ইজরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষের আধিকারিক ওহাদ হাতজোফে। তিনি জানান, যুদ্ধ শুরুর সময় কয়েকজন সংরক্ষিত সেনা তাঁর কাছে এসেছিলেন। তাঁরা জানতে চেয়েছিলেন, বন্য পাখিগুলি কোনভাবে মরদেহ খুঁজতে সহায়তা করতে পারে কিনা! এরপরই ট্র্যাকিং ডিভাইস লাগানো ইগল, শকুন-সহ অন্যান্য শিকারি পাখিদের মরদেহ খুঁজতে কাজে লাগানো হয়। ইজরায়েলি বাহিনীর মানবসম্পদ শাখার ‘ইআইটিএএন’ নামের একটি দল পাখির মাধ্যমে মরদেহ খোঁজার বুদ্ধি দেয় বলেও ওহাদ জানান।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ভোরে প্রথম ইজরায়েলের উপর রকেট হামলা চালায় ইজরায়েল। সেই হামলায় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়া অনেককে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস বাহিনী। তারপর পাল্টা হামলা চালায় ইজরায়েল। সেদিন থেকে দু-পক্ষের যুদ্ধে ইতিমধ্যে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাধারণ নাগরিকের পাশাপাশি বহু ইজরায়েলি সেনার মৃত্যু হয়েছে এবং অনেক সেনা নিখোঁজ। তাঁদের হদিশ পেতেই শিকারী পাখি ব্যবহার শুরু করেছে ইজরায়েল।
