Imran Khan: ‘কোনও শক্তি আটকাতে পারবে না..’, জেল থেকেই সরকার গড়ার আত্মবিশ্বাস ইমরানের

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 10, 2024 | 3:43 PM

Pakistan General Election 2024: এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বৈধতাও খারিজ করেছে সে দেশের নির্বাচন কমিশন। এত কিছুর পরও দমানো যায়নি ইমরানকে। তাঁর দলের কর্মী-সমর্থকরা বেগুন প্রতীকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন।

Imran Khan: কোনও শক্তি আটকাতে পারবে না.., জেল থেকেই সরকার গড়ার আত্মবিশ্বাস ইমরানের
ইমরান খান। ফাইল চিত্র
Image Credit source: AFP

Follow Us

ইসলামাবাদ: জেলবন্দি, নির্বাচনে লড়তে পারছেন না। তাও সরকার গড়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। ফল ঘোষণার আগেই তাই  জয়ের উচ্ছ্বাস প্রাক্তন প্রধানমন্ত্রীর গলায়। জয় নিশ্চিত, এই দাবি করে ইমরান বলেন, “সাধারণ মানুষ তাদের মত জানিয়েছেন। আমাদের দলকে জয়ী করার জন্যই বিপুল সংখ্যক মানুষ এসে ভোট দিয়েছেন।”

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ছিল পাকিস্তানের সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বৈধতাও খারিজ করেছে সে দেশের নির্বাচন কমিশন। এত কিছুর পরও দমানো যায়নি ইমরানকে। তাঁর দলের কর্মী-সমর্থকরা বেগুন প্রতীকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। আজ ভোটগণনা শুরু হতেই দেখা গিয়েছে, নওয়াজ শরিফ, বিলাওয়াল ভুট্টোকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন ইমরান খানের দলের প্রার্থীরা।

এ দিন নির্বাচনে এগিয়ে থাকার খবর জানতে পেরেই জেলবন্দি নেতা ইমরান খান বলেন, “যে ক্ষমতায় আসার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তাঁকে কোনও শক্তি আটকাতে পারে না। মানুষের ইচ্ছাকে প্রতিহত করার যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও সাধারণ মানুষ বিপুল ভোট দিয়ে নিজেদের মতামত জানিয়েছেন। আমরা বারবার বলেছি যে যাদের সময় এসেছে, তাদের কোনও শক্তি আটকাতে পারে না।”

জনগণের মতামত যাতে বদলে না ফেলা হয়, তার জন্য ফর্ম ৪৫ সংরক্ষণের দাবিও জানান ইমরান। উল্লেখ্য, পাকিস্তান নির্বাচন কমিশনের ভোটগণনা নিয়ে বিবৃতিই হল ফর্ম ৪৫। পাকিস্তানের নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। প্রতিটি বুথের নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয় এই ফর্মে।

এখনও অবধি গণনা চলছে পাকিস্তানে। এরমধ্যে পিটিআই সমর্থিত প্রার্থীরা ১২৫টি আসনে এগিয়ে রয়েছে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ এগিয়ে রয়েছে ৪৪টি আসনে এবং পাকিস্তান পিপলস পার্টি এগিয়ে রয়েছে ২৮টি আসনে। এমকিউএম এগিয়ে ৯টি আসনে এবং জেইউআই ৪ আসনে এগিয়ে রয়েছে।

Next Article